বিডি প্রতিবেদক :
তথ্যপ্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক এই স্লোগানে কক্সবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি প্রমুখ।