বিডি প্রতিবেদক :
অবশেষে কক্সবাজার লাইট হাউজস্থ আলোচিত কটেজ জোনে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরুকরেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) । নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদের নেতৃত্বে বুধবার (১২ অক্টোবর) সকাল ১১ টার দিকে এই অভিযান শুরু করে।
অভিযানে প্রথমে সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত পাশে প্রবাসী ফিরোজের মালিকানাধীন নির্মিত ভবন ভেঙে দেয়। এরপর নির্মিত কক্স ওশান কটেজও ভেঙে দেওয়া হয়। ধারাবাহিকভাবে কটেজ জোনে নির্মাণাধীন অবৈধ সব স্থান ভেঙে দেওয়া হবে জানান কউকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ।
জানা যায়- গণপূর্তের জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভবন নির্মাণ চলছে তোড়জোড়ভাবে। সৈকত বহুমূখী সমবায় সমিতির নেতাদের নির্মাণাধীন প্রতিটি কটেজ থেকে নগদ ৪ লাখ টাকা দিয়ে কটেজ মালিকরা এসব স্থাপনা নির্মাণ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। বর্তমানে এই কটেজ জোনে সরকারি জমিতে অবৈধভাবে প্রায় ১২টির মতো স্থাপনা নির্মাণ চলছে। এসব স্থাপনার একটিও কউকের অনুমতি নেই। ফলে আজ থেকে এ অভিযান শুরু করে কউক। এসময় গণপুর্তের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ আরিফুর রহমান উপস্থিত ছিলেন।