শিরোনাম :
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ওয়ান শুটার গান, চায়না রাইফেলের গুলি ও গ্রেনেড উদ্ধার সাবেক এমপি জাফর, সালাহউদ্দিন সিআইপিসহ ৭৩৬ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় ২ মামলা আলীকদম থে‌কে ৮১‌রো‌হিঙ্গা‌কে আট‌কের পর বি‌জি‌বির কা‌ছে হস্তান্তর চকরিয়ায় বনাঞ্চলের ভিতরে থেকে অজ্ঞাত লাশ উদ্ধার চকরিয়ায় দুই বেকারি-সহ ম্যানেজারদেরকে এক লাখ টাকা জরিমানা পেকুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ ও অর্থ সহায়তা প্রদান নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি সাগরে অপহ্নত কুতুবদিয়া দ্বীপের ১৯ জেলে ৫ দিন পর বাড়ি ফিরেছে উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে গ্রেনেড উদ্ধার পুলিশের লুট হওয়া ৬৭ তাজা কার্তুজ পাহাড়ের পাদদেশে উদ্ধার

রোহিঙ্গা যুবক জসিম হত্যায় ৫ জন আটক

নিউজ রুম / ২৮ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

ইকরাম :
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ১০ নাম্বার ক্যাম্পে রোহিঙ্গা যুবক মোহাম্মদ জসিম হত্যাকান্ডে জড়িত রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের পাঁচ জনকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন পুলিশ। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার সকালে বালুখালী ৯ ও ১০ নাম্বার ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মো ফারুক আহমেদ আজ শুক্রবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে জানান ২৬ অক্টোবর বুধবার ভোরে ১০ নাম্বার ক্যাম্পে দুষ্কৃতকারীরা মোহাম্মদ জসিমকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় জসিমের মা বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর এপিবিএন পুলিশ ক্যাম্প এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জসিম হত্যাকান্ডের ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতারে ৮ এপিবিএন জোর তৎপরতা শুরু করে।
তিনি জানান গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার সকালে এপিবিএন পুলিশের বিশেষ টিম
ক্যাম্প-৯ ও ১০ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত এজাহারনামীয় ৫ জন আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতার পাঁচ জনই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সদস্য এবং ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছেন তিনি। তারা হলো মো একরাম উল্লাহ, মো শাকের, মো জাবের নুরুল আমিন ও আমির হোসেন।
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য চলতি অক্টোবর মাসে রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ও দুই জন মাঝি সহ ৭ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের হামলায় নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জনের অধিক সাধারণ রোহিঙ্গা। গত বুধ ও বৃহস্পতিবার দুদিনেই দুষ্কৃতকারীদের হামলায় নিহত হয় তিন রোহিঙ্গা। আহত হন এক রোহিঙ্গা মাঝি।


আরো বিভিন্ন বিভাগের খবর