চকরিয়ায় অটোরিকশা ছিনতাইঃহাসপাতালে চালকের মৃত্যু

নিউজ রুম / ৫৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় খাবার খাওয়াইয়া অজ্ঞান করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করা হয়।পরে স্হানীয় পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে,সেখানে চালকের মৃত্যু হয়েছে।
গত রবিবার বিকেল তিনটার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত,চালক জাকের হোসেন (৫৫) উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের মাইজ কাকারা গ্রামের আজিজুর রহমানের ছেলে।
জানা গেছে,নিহত হওয়া অটোরিকশা চালক জাকের হোসেন,গত ৩/৪ দিন আগে দেড় লক্ষ টাকার বিনিময়ে নুতন একটি অটোরিকশা ক্রয় করেন।পরে নিজেই অটোরিকশাটি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।বর্তমানে তিনি একজন পেশাদার অটোরিকশা চালক।
স্হানীয় পথচারীরা জানান,গত রবিবার বিকেলে চকরিয়া পৌরশহর থেকে ছিনতাইকারীর সিন্ডিকেটের ২জন যুবক অটোরিকশাটি ভাড়া করে মাইজঘোনা এলাকায় নিয়ে যায়।এসময় তাদের হাতে থাকা বিরাণী ভাতের খাবারের প্যাকেট খাওয়াইয়া অজ্ঞান করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।এসময় কয়েক জন পথচারী তাকে দেখে এগিয়ে গিয়ে চালককে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়।উদ্ধারের সময় চালকের হাতে ভাতের চিহৃ দেখে,অপরদিকে থাকালে একটি বিরাণী প্যাকেটও দেখেন এবং অটোরিকশার চাকার চিহৃও দেখেন।এসব দেখেই উদ্ধারকারীরা ঘটনার বিষয়টি অনুমান করেছেন।
অজ্ঞান অটো চালকের অবস্হা গুরুত্বর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফান করেন।সদরের চিকিৎসা চলাকালীন সময় রাত ৩টার দিকে মারা যান।
চকরিয়া থানার ওসি (তদন্ত) আবদুল জব্বার বলেন,বিষয়টি কেউ থানায় অবগত করেনি।তবু আমরা যেটুকু শুনেছি,এনিয়ে রহস্য উৎঘাটন পূর্বক অপরাধিকে আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছি।মরদেহ যেহেতু সদর হাসপাতালে,সেহেতু ময়নাতদন্ত রিপোর্ট ফেলে,ঘটনা সম্পর্কে নিশ্চিত হব।তবে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।
Ziaul Hoque


আরো বিভিন্ন বিভাগের খবর