বিডি প্রতিবেদক :১০ নভেম্বর ২০২২ আনুমানিক রাত ০১১৫ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন্স সংলগ্ন সমুদ্র এলাকায় ০১ টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সেন্টমার্টিন্স ছেঁড়াদ্বীপ হতে ০৩ নটিক্যাল মাইল দক্ষিণ—পূর্বে সন্দেহজনক একটি বোট মায়নমার হতে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। এসময় কোস্টগার্ড সদস্যরা টর্চ এবং বাঁশির মাধ্যমে বোটটিকে থামার সংকেত দেয়। কোস্টগার্ড এর উপস্থিতি বুঝতে পেরে বোটটি না থেমে দ্রুত মায়ানমার জলসীমার দিকে পালিয়ে যায় এসময় ০১টি প্লাস্টিকের ব্যাগ ভাসমান অবস্থায় পাওয়া যায়। ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।