শিরোনাম :
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে-সালাহ উদ্দিন জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন কক্সবাজারের ১৬ বছর পর বিএনপি’র মহাসমাবেশ কক্সবাজারের টেকনাফে ৬৯ বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ দুজন আটক টেকনাফে টানা জালে ধরা পড়ল ১৯৪ কেজি’র বোল মাছ “মানবিক বাংলাদেশ বিনির্মাণের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে”-আমীর আনোয়ারী উখিয়ায় পাহাড় কেটে দিন-রাত কৃষিজমি ভরাট চকরিয়ায় বন্য হাতির মরদেহ উদ্ধার জেলা বিএনপির সমাবেশ : ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানের নেতৃত্বে পৌর সদর রামু ও ঈদগাঁও বিএনপির প্রস্তুতি উখিয়ায় ৪ ইটভাটায় জরিমানার পর আরও ৩টির চুল্লী গুড়িয়ে দিল প্রশাসন

টিভি রিপোর্টিংয়ের উচ্চারণ ও বাচনভঙ্গি বিষয়ক দুই মাসব্যাপী কর্মশালা শুরু

নিউজ রুম / ৬১ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজারে টিভি রিপোর্টিংয়ের উচ্চারণ ও বাচনভঙ্গি বিষয়ক দুই মাসব্যাপী কর্মশালা শুরু হয়েছে। রোববার রাত ৮টায় কক্সবাজার প্রেস ক্লাবে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের।
উদ্বোধনকালে তিনি বলেন, “গণমাধ্যমের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এতে অনেকেই যুক্ত হচ্ছে সাংবাদিকতায়। তাই দক্ষ ও স্মার্ট সাংবাদিক হতে হলে অবশ্যই নিজেদের উচ্চারণ শুদ্ধ করতে হবে। বিশেষ করে টেলিভিশন ও মাল্টিমিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য এই প্রশিক্ষণ খুবই সময়োপযোগী। ভবিষ্যতে উচ্চারণ ছাড়াও আরও বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সদস্য এডভোকেট আয়াছুর রহমান, শব্দায়ন আবৃত্তি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও কর্মশালার প্রশিক্ষক জসীম উদ্দিন বকুল, প্রশিক্ষণ সমন্বয়ক কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সিটি কলেজের বাংলা বিভাগের প্রভাষক রুমানা আক্তার, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল ও প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দিপু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন।
কক্সবাজার প্রেস ক্লাব, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও শব্দায়ন আবৃত্তি একাডেমির সহযোগিতায় ২ মাস ব্যাপী এই কর্মশালার আয়োজন করে কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন। এতে কক্সবাজারে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা অংশ নিচ্ছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর