বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে বিজিবি’র ২ ব্যাটালিয়নের সদস্যরা নাফ নদীর একটি দ্বীপে অভিযান চালিয়ে ৩ কেজি২২১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ২ লাখ পিস পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটায় টেকনাফ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানান বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারে একদল মাদক কারবারি টেকনাফের অধীনস্থ হ্নীলা এলাকার দক্ষিণ-পূর্ব দিকে খরেরদ্বীপে নাফ নদীর তীরে জঙ্গলের ভিতর বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর হতে অধিনায়ক এর নেতৃত্বে দুই’টি বিশেষ টহলদল সকাল থেকে দুপুর পর্যন্ত উক্ত দ্বীপে ৪ ঘন্টা অভিযান পরিচালনা করার পর দ্বীপের মধ্যবর্তী স্থানে চোরাকারবারীদের একটি গোপন আস্তানা খুঁজে পায়। উক্ত আস্তানায় একটি গাছের গোঁড়ায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩ কেজি ২২১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য বাইশ কোটি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারাকারীরা মিয়ানমারের সীমান্তের দিকে পালিয়ে যায় বলে ব্রিফিংয়ে উল্লেখ করেন তিনি।