মালুমঘাট দিশারী সমিতির কমিটি গঠন ও ইফতার মাহফিল,আলোচনা সভা

নিউজ রুম / ২৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট দিশারী সমিতির নতুনভাবে কমিটি গঠন ও ইফতার মাহফিল এবং আলোচনা সভা সম্পন্ন হয়েছেন।
শুক্রবার (৩১ মার্চ) বিকেল ৫টায় মালুমঘাট আইডিয়াল স্কুলের হলরুমের এসভা অনুষ্ঠানটি হয়।
সভাটি চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক রুস্তম গণি মাহমুদের সভাপতি,মাষ্টার নুরুল হকের সঞ্চালনায়,মাওলানা রাহমত উল্লাহ কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যাক্রম শুরু হয়।
অনুষ্ঠানটি সভায় উপস্হিত সবার সম্মতিক্রমে সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে।নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন-সাংবাদিক রুস্তম গণি মাহমুদ,সাধারণ সম্পাদক(সেক্রেটারী) নির্বাচিত হয়েছেন-সোহেল মাহমুদ ভূট্রো ও অর্থ সম্পাদক(কোষাধ্যক্ষ) নির্বাচিত হয়েছেন-আব্দুর রহমান(সাবেক মেম্বার)।
সভায় বক্তব্যে রাখেন-অধ্যাপক ছাবের আহমদ,অবসরপ্রাপ্ত মাষ্টার শাহ মোহাম্মদ জাহেদ,মাষ্টার আনোয়ার হোছাইন,মাষ্টার কবির আহমদ,মাষ্টার নুরুল হক,মাষ্টার আব্দুল মালেক,আজিজুল হক,সোহেল মাহমুদ ভূট্রো,আব্দুল সালাম,দুদু মিয়া,আব্দুর রহমান মেম্বার।
উল্লেখ্য,মালুমঘাট দিশারী সমিতির মোট সদস্য সংখ্যা-৩০৮।সমিতিটি বিগত ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর