শিরোনাম :
মহেশখালীর কালারমারছড়ার জলদস্যু সরদার হাসান নুরী গ্রেফতার কক্সবাজারে ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল ইসলামী শ্রমনীতি ব্যতীত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়-আব্দুল্লাহ আল ফারুক ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে মানবতার বিজয় সুচিত- মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিরোধীয় জায়গায় স্হাপনা নির্মাণকে কেন্দ্র করে হামলাঃ আহত ৬ কৈয়ারবিল ইউপি সচিবের বিরুদ্ধে নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি অভিযোগ কক্সবাজার শিশু সুরক্ষা প্ল্যাটফর্ম এর সাধারণ সভা আজ সে ভয়াল ২৯ এপ্রিল:উপকূলবাসীর স্বজন হারানোর দিন বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী আজ রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত এবং তিনজন আহত

ডাকাতির প্রস্তুতিকালে’ ৪ জন গ্রেফতার

নিউজ রুম / ৬৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০১:১২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
‘ডাকাতির প্রস্তুতিকালে’ চার জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত রামুর জোয়ারিয়ানালায় এ অভিযান চালানো হয়। এসময় তাদের হেফাজত থেকে ৩টি টিপ ছুরি, একটি লোহার পাইপ ও যাতায়াতে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার আব্দুল জলির ছেলে মোঃ জাহেদ হোসেন(২৪), আব্দুল খালেকের ছেলে মোঃ নুরুল আমিন প্রকাশ মুন্না(২৮), তারাবনিয়ারছরা এলাকার মো: বাহাদুরের ছেলে ০৩। মোঃ মামুন(১৯), ও রামুর খুনিয়াপালং এলাকার মৃত জামাল হোসেনের ছেলে (বর্তমানে কক্সবাজার শহরের পূর্ব লারপাড়ায় বাসিন্দা ওসমান গনি কাজল(২০)।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি নাসির উদ্দিন মোহাম্মদ জানিয়েছেন, ডাকাতির উদ্দেশ্যে ৭/৮ জন লোক অস্ত্রশস্ত্রসহ অবস্থান নিয়েছে -এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় জোয়ারিয়ানালা ইউনিয়নের কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়ক ও রামু বাইপাস সড়কের সংযোগস্থলে জনৈক নুরুচ্ছফার নির্মানাধীন বিল্ডিং এর সামনে পাকা রাস্তা থেকে চার জনকে আটক করা হয়। অন্যরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
ওসি জানান, গ্রেফতার মোঃ নুরুল আমিন প্রকাশ মুন্না এর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ ২০টি মামলা তদন্তাধীন। এছাড়াও গ্রেফতারকৃত জাহেদ হোসেন এর বিরুদ্ধে হত্যা মামলাসহ দুইটি মামলা, পলাতক আবুল কালাম এর বিরুদ্ধে ৩টি মামলা, পলাতক মঞ্জুর আলম(৩৮) এর বিরুদ্ধে ২টি মামলা, পলাতক মঞ্জুর আলম(৩৮) এর বিরুদ্ধে ৪ টি মামলা চলমান আছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের উদ্বৃতি দিয়ে ওসি নাসির উদ্দিন মোহাম্মদ জানান, ঘটনার দিন ধৃত মোঃ নুরুল আমিন প্রকাশ মুন্নার নেতৃত্বে সহযোগী ও পলাতকরা বিভিন্ন এটিএম বুথ এবং ব্যাংকের টাকা বহনকারী গাড়ি এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে মার্কেটগামী জনসাধারণের টাকা পয়সা’সহ মূল্যবান মালামাল ডাকাতির উদ্দেশ্যে দেশীয় ও মারাত্মক অস্ত্রশস্ত্র’সহ অবস্থান নিয়েছিল মর্মে জানাযায়। নুরুল আমিন মুন্না ও জাহেদ সম্প্রতি বিভিন্ন মামলায় জেল খেটে জামিনে মুক্তি লাভ করেন এবং পুনরায় তারা সংঘবদ্ধ হয়ে ছিনতাই-ডাকাতির মাধ্যমে আইনশৃঙ্খলা অবনতির চেষ্টায় লিপ্ত হন। এ ঘটনায় রামু থানায় ডাকাতি প্রস্তুতি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।


আরো বিভিন্ন বিভাগের খবর