বিডি প্রতিবেদক :
কক্সবাজার জেলা পরিষদের নিয়মিত মাসিক সভা ও ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল।
সভায় উপস্থিত ছিলেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) মোঃ নাসিম আহমদ, পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী, সদস্য মাহমুদুল করিম মাদু, ফরিদুল আলম, শহিদুল ইসলাম মুন্না, জাফর আহমদ, আরিফুল ইসলাম, আবু তৈয়ব, শওকত হোসেন, নুরুল ইসলাম ভুট্টাে, সংরক্ষিত মহিলা সদস্য তানিয়া আফরিন, আশরাফ জাহান কাজল ও হুমাইরা বেগম প্রমুখ।
এছাড়াও সভায় সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুদ্দিন, হিসাব রক্ষক আবদুল মান্নান, উচ্চমান সহকারী বখতিয়ার হোসেন, উচ্চমান সহকারী মোঃ আমান উল্লাহসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় চেয়ারম্যান বক্তব্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন এবং পরিষদ সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের আহবান জানান। খবর গণমাধ্যম কর্মী ও ক্রীড়া লেখক-সংগঠক আনোয়ার হাসান চৌধুরী কর্তৃক ইন্টারনেটে প্রেরিত।