বিডি প্রতিবেদক :
কক্সবাজার সমুদ্র উপকূলের নাজিরারটেক মোহনা থেকে ভাসমান ফিশিং ট্রলার থেকে ১০ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ এপ্রিল) দুপুর থেকে কক্সবাজার পুলিশ ও ফায়ার সার্ভিস লাশগুলো উদ্ধার করে। পুলিশের ধারণা, গভীর সাগরে মাছ শিকার করতে গিয়ে একদল ডাকাতের হাতে খুন হন তারা। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি।
কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত নাজিরারটেক এলাকার একদল জেলে গভীর সমুদ্র থেকে মাছ শিকার শেষে কুলে আসার সময় একটি বিধ্বস্ত ফিশিং ট্রলার সাগরে ভাসতে দেখে। জেলেরা ট্রলারটি নাজিরারটেক মোহনায় নিয়ে আসে গতকাল রাতে। পরে জেলেরা ট্রলারের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে পুলিশের ৯৯৯ ফোন দেয়। রাতে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে জোয়ারের তীব্রতায় ট্রলারটি একেবারে কুলে ভিড়ানো যায়নি। আজ রবিবার দুপুর থেকে কক্সবাজার ফায়ার সার্ভিসের টিম সহ স্হানীয় জেলেদের সহায়তা নিয়ে ট্রলারটি একেবারে কুলে ভিড়ানো হয়। দীর্ঘ তিন ঘন্টা ধরে ট্রলারের ভেতরের কাঠের পাটাতন খুলে একে একে ১০ টি লাশ উদ্ধার করে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি হত্যাকান্ড। ডাকাত দল গভীর সাগরে তাদের হত্যা করে ট্রলারের ভেতরে কাঠের পাটাতনে পেরেক লাগিয়ে দেয়। তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তে সিআইডি ও পিটিআই এর ক্রাইম সিন টিমকে খবর দেয়া হয়েছে।
তবে স্থানীয় সূত্রমতে, গত ১০/১২ দিন আগে মহেশখালী থেকে একটি ফিশিং ট্রলার গভীর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল। এসব মৃতদেহ নিখোঁজ ওই জেলেদের হতে পারে।
ফায়ার সার্ভিসের কক্সবাজার স্টেশন অফিসার খান খলিলুর রহমান জানান ট্রলারের ভেতর থেকে উদ্ধার প্রতিটি বিকৃতি হয়ে গেছে। প্রত্যেকের হাত পা বাধা অবস্থায় পাওয়া গেছে। তাদের প্রত্যেককে নৃশংস ভাবে খুন করা হয়েছে।
এদিকে স্থানীয় জেলেদের দাবি, কিছু দিন আগে কক্সবাজার সমুদ্র উপকূলে সাগরে একটি মাছ ধরার ট্রলারে একদল ডাকাত হামলা চালায়। তখন ডাকাতরা লুটপাট করে জেলেদের খুন করেছে। তাদের ধারণা নিহতরা মহেশখালী চকরিয়া কুতুবদিয়া বা আশেপাশের এলাকার জেলে হতে পারে। তবে ফিশিং ট্রলারটির মালিকানা দাবি করে ঘটনাস্থলে কেউ আসেনি।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি এই হত্যাকান্ডের ঘটনাটি তদন্ত করা হবে।