শিরোনাম :
পর্যটন শিল্পের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে- টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পেকুয়া থানার নতুন ওসি মোস্তাফা’র যোগদান নারী-পুরুষ সমতা বিষয়ে শিশুদের সচেতন করতে কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের নতুন প্রকল্প মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা। -মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন”

পর্যটক নিখোঁজ

নিউজ রুম / ৩৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
এবার কক্সবাজারে সাগরে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার বিকাল সোয়া ৪ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন।

নিখোঁজ হিমেল আহমেদ (২৪) গাজীপুর জেলার কালিয়াঘুর থানার বাসিন্দা মোহাম্মদ আক্কাসের ছেলে।

ভেসে যাওয়ার সময় লাইফগার্ড কর্মিরা উদ্ধার করেন নিখোঁজের বন্ধু মোহাম্মদ ইমরান (২৪) নামের আরেকজনকে।

এর আগে মঙ্গলবার দুপুরে সৈকতের লাবণী পয়েন্ট সাগরে গোসলে নেমে মৃত্যু হয়েছে চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার শোলকবহর বাসিন্দা মোহাম্মদ শাহজাহান নামের এক পর্যটকের।

নিখোঁজের বন্ধুদের বরাতে শাহীন বলেন, শনিবার সকালে গাজীপুর থেকে মোহাম্মদ ইমরান, হিমেল আহমেদ ও মোহাম্মদ আরমান নামের তিন বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে আসেন। তারা শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল রিয়াদা’র উঠেন। মঙ্গলবার বিকালে তিন বন্ধু মিলে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সাগরে গোসলে নামেন। এক পর্যায়ে হিমেল ও ইমরান ঢেউয়ের প্রবল স্রোতের ভেসে যেতে থাকে।

” এসময় স্থানীয় লাইফগার্ড কর্মিরা ঘটনাটি দেখতে পেয়ে একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও হিমেল আহমেদ ভেসে যায়। পরে সাগরের বিভিন্ন পয়েন্টে খুঁজাখুঁজির করেও তার সন্ধান পাননি। ”

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঘটনার পর থেকে ট্যুরিস্ট পুলিশ, বিচকর্মি ও লাইফগার্ড কর্মিরা নিখোঁজের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।


আরো বিভিন্ন বিভাগের খবর