বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, ওয়াকিটকি উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় নারীসহ ৪ জনকে আটক করে বাহিনীটি।
শুক্রবার(২৮ এপ্রিল) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ১৪ এপিবিএন এর অধিনায়ক ডিআইজি মো. জামিল হাসান এসব তথ্য জানান।
আটকরা হলেন, ক্যাম্প-২ এর বি-ডাব্লিউ ব্লকের মৃত মোহাম্মদ সৈয়দের ছেলে মো. জোবায়ের (২০), ক্যাম্প-৫ এর ডি-৮ ব্লকের জোবায়ের আহমদের মেয়ে মোসা বিবি (১৬), মৃত সালেহ আহমদের স্ত্রী জামিলা বেগম(৪৮), ক্যাম্প-৬ এর ডি-৮ ব্লকের মৃত কামাল হোসেনের ছেলে নুর মোহাম্মদ (২৫)।
ডিআইজি মো. জামিল হাসান জানান, গোপন সংবাদে জানা যায়, ক্যাম্প-৭ এ ১০/১৫ জন সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে অপরাধ সংঘটিত করার পরিকল্পনা করছে। ওই সংবাদে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে ক্যাম্পে অভিযান চালানো হয়। এসময় এপিবিএন সদস্যদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে। আত্নরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে। ঘটনাস্থলে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়। পরে সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত করে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৭টায় নারীসহ ৪ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকদের কাছ থেকে ৪টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ৩০টি চায়না রাইফেলের গুলি, ২৭টি পিস্তলের গুলি, ৫টি শটগানের কার্তুজ, ৩টি খালি ম্যাগজিন, ৪টি ওয়াকিটকি, ৫টি মোবাইল ও ১টি চাকু উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।