শিরোনাম :
মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা

চকরিয়ায় ১৬২ মোবাইল উদ্ধার সহ তিনজন গ্রেফতার

নিউজ রুম / ৫৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় দীর্ঘদিন ধরে চলমান অপ্রতিরোধ্য সক্রিয় মোবাইল চোর সিন্ডিকেট।এমন অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাই-বাচাই করে চকরিয়া পৌরশহরের হঠাৎ কক্সবাজার র‍্যাব-১৫ এর আভিযানিক টিমের হানায় অবশেষে ১৬২টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেফতার করা হয়ে।
গত শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার সময় পৌরশহরস্হ নিউ সুপার মার্কেটের ২য় তলার বিভিন্ন দোকানে অভিযানটি চালিয়ে এসব উদ্ধার করা হয়।
র‍্যাব-১৫ এর ব্রিফিং থেকে জানা গেছে,চকরিয়াতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে মোবাইল চোর সিন্ডিকেট।ফলে বিভিন্ন পেশাজীবী মানুষ মোবাইল হারিয়ে দিশেহারা।ভূক্তভোগি অনেকই থানায় জিডিও করেছেন।এমন অভিযোগের ভিত্তিতে গোপনে মোবাইল চোর সিন্ডিকেট ধরতে দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছে র‍্যাব সদস্য।অবশেষে নিশ্চিত হয়ে শনিবার রাতে চিরিঙ্গা বাজারস্থ নিউ সুপার মার্কেটের ২য় তলায় অভিযান পরিচালনা করে জিসান মাল্টিসপ এন্ড মোবাইল সার্ভিসিং পয়েন্ট, ফ্রেন্ডস মোবাইল সপ এন্ড সার্ভিসিং সেন্টার এবং টিপু মোবাইল সপ এন্ড সার্ভিসিং পয়েন্ট হতে বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ১৬২টি চোরাইকৃত মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট দোকানের মালিকদের র‌্যাব-১৫ কর্তৃক আটক করা হয়।কেননা তারা বিভিন্ন চোরদের লালন করে থাকেন।বিধায় চোরেরা মোবাইল চুরি করে এনে তাদের দোকানে দিলে,দোকানদার মোবাইল গুলো সাজিয়ে-ঘুছিয়ে রেখেই ক্রয়-বিক্রয় করছেন।যা বুঝার কোন উপায় থাকেনা।
আটককৃতরা হলেন, সৈকত রায়হান (২০),ঈদগাও উপজেলার ইসলামপুর ইউপির ৯নং ওয়ার্ডের খানঘোনা এলাকার-নুরুল আমিনের ছেলে,সে জিসান মাল্টিসপ এন্ড মোবাইল সার্ভিসিং পয়েন্টের মালিক/দোকানদার।মোঃ আব্দুল মালেক (২২),উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ১নং ওয়ার্ডের হাজিয়ান এলাকার বাসিন্দা-সিরাজুল ইসলামের ছেলে,সে ফ্রেন্ডস মোবাইল শপ এন্ড সার্ভিসিং সেন্টারের মালিক/দোকানদার।সাইফুল ইসলাম তুহিন (২২),পৌরসভার ৮নং ওয়ার্ডের মাষ্টার পাড়া এলাকার-মোঃহোসেনের ছেলে,সে টিপু মোবাইল সপ এন্ড সার্ভিসিং পয়েন্টের মালিক/দোকানদার।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় লিখিত এজাহার দায়ের করেছেন বলে উল্লেখ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর