শিরোনাম :
পর্যটন শিল্পের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে- টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পেকুয়া থানার নতুন ওসি মোস্তাফা’র যোগদান নারী-পুরুষ সমতা বিষয়ে শিশুদের সচেতন করতে কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের নতুন প্রকল্প মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা। -মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন”

চকরিয়ায় ১৬২ মোবাইল উদ্ধার সহ তিনজন গ্রেফতার

নিউজ রুম / ১৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় দীর্ঘদিন ধরে চলমান অপ্রতিরোধ্য সক্রিয় মোবাইল চোর সিন্ডিকেট।এমন অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাই-বাচাই করে চকরিয়া পৌরশহরের হঠাৎ কক্সবাজার র‍্যাব-১৫ এর আভিযানিক টিমের হানায় অবশেষে ১৬২টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেফতার করা হয়ে।
গত শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার সময় পৌরশহরস্হ নিউ সুপার মার্কেটের ২য় তলার বিভিন্ন দোকানে অভিযানটি চালিয়ে এসব উদ্ধার করা হয়।
র‍্যাব-১৫ এর ব্রিফিং থেকে জানা গেছে,চকরিয়াতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে মোবাইল চোর সিন্ডিকেট।ফলে বিভিন্ন পেশাজীবী মানুষ মোবাইল হারিয়ে দিশেহারা।ভূক্তভোগি অনেকই থানায় জিডিও করেছেন।এমন অভিযোগের ভিত্তিতে গোপনে মোবাইল চোর সিন্ডিকেট ধরতে দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছে র‍্যাব সদস্য।অবশেষে নিশ্চিত হয়ে শনিবার রাতে চিরিঙ্গা বাজারস্থ নিউ সুপার মার্কেটের ২য় তলায় অভিযান পরিচালনা করে জিসান মাল্টিসপ এন্ড মোবাইল সার্ভিসিং পয়েন্ট, ফ্রেন্ডস মোবাইল সপ এন্ড সার্ভিসিং সেন্টার এবং টিপু মোবাইল সপ এন্ড সার্ভিসিং পয়েন্ট হতে বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ১৬২টি চোরাইকৃত মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট দোকানের মালিকদের র‌্যাব-১৫ কর্তৃক আটক করা হয়।কেননা তারা বিভিন্ন চোরদের লালন করে থাকেন।বিধায় চোরেরা মোবাইল চুরি করে এনে তাদের দোকানে দিলে,দোকানদার মোবাইল গুলো সাজিয়ে-ঘুছিয়ে রেখেই ক্রয়-বিক্রয় করছেন।যা বুঝার কোন উপায় থাকেনা।
আটককৃতরা হলেন, সৈকত রায়হান (২০),ঈদগাও উপজেলার ইসলামপুর ইউপির ৯নং ওয়ার্ডের খানঘোনা এলাকার-নুরুল আমিনের ছেলে,সে জিসান মাল্টিসপ এন্ড মোবাইল সার্ভিসিং পয়েন্টের মালিক/দোকানদার।মোঃ আব্দুল মালেক (২২),উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ১নং ওয়ার্ডের হাজিয়ান এলাকার বাসিন্দা-সিরাজুল ইসলামের ছেলে,সে ফ্রেন্ডস মোবাইল শপ এন্ড সার্ভিসিং সেন্টারের মালিক/দোকানদার।সাইফুল ইসলাম তুহিন (২২),পৌরসভার ৮নং ওয়ার্ডের মাষ্টার পাড়া এলাকার-মোঃহোসেনের ছেলে,সে টিপু মোবাইল সপ এন্ড সার্ভিসিং পয়েন্টের মালিক/দোকানদার।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় লিখিত এজাহার দায়ের করেছেন বলে উল্লেখ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর