বিডি প্রতিবেদক:-চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর দক্ষিণ রাক্ষিত মন্দির সংস্কারের জন্য ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকার ঢেউটিন দিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
এর আগে রোববার বিকেলে বৌদ্ধ ভিক্ষু আগাওয়াংছার নিমন্ত্রণে মন্দির পরিদর্শনে গেলে তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন মেয়র মুজিব।
ওই সময় মন্দিরের ঝুঁকিপূর্ণ অবস্থা দেখে ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকার ঢেউটিন দেয়ার আশ্বাস দেন কক্সবাজারের নগর পিতা।
পরদিন সোমবার মেয়রের প্রতিশ্রুতি বাস্তবায়নে বৌদ্ধ মন্দির পরিচালনা কমিটির সভাপতি উসাং রাখাইনের হাতে তাঁর পক্ষে টিনগুলো প্রদান করেন খলিল উল্লাহ চৌধুরী।
এসময় মেয়র মুজিবুর রহমানের এমন মানবিক সহযোগিতার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান মন্দির কমিটির নেতৃবৃন্দ।