খুটাখালীতে পাওনা টাকা চাওয়াই বসতঘরে হামলা

নিউজ রুম / ১৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২১ অপরাহ্ন

চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়া উপজেলার খুটাখালীতে পাওয়া টাকা চাওয়াই রাতে আধারে বসতঘরে পরিকল্পিত হামলা চালিয়ে মা,শাহেনা আকতার ও ছেলে সালাহ উদ্দিন কে রক্তাক্ত করল চিহৃিত র্দূবৃত্তরা।এবিষয়ে থানায় মামলা রেকর্ড করার প্রক্রিয়া চলছে।

গত ১ মে রাত ১০টার সময় খুটাখালী ইউপির ৪নং ওয়ার্ডের নতুন বাজার এলাকায় এঘটনা ঘটেছে।
আহতরা ওই এলাকার অলি আহমদের স্ত্রী ও ছেলে।

মামলার বাদী অলি আহমদ জানান,আমার একই এলাকার মৃত আব্দুল জব্বারের রাহামত সালাম পরিবারের সদস্যেরা টাকা হওলাত নিয়েছিল।ঘটনার দিন সকালে আমার মেয়ে রিফা তার বাড়ীতে টাকা চাইতে যায়।পাওনা টাকা চাওয়ার ওপর ক্ষিপ্ত হয়ে তারা উৎপেতে থাকে।সন্ধ্যার পরে আমার গুরুত্বর আহত ছেলে সালাম উদ্দিন লবণ চাষ শেষে বাড়ীতে এসে খাওয়া-দাওয়া করে,বিশ্রাম নিচ্ছেন।এমতাবস্থায় রাহামত সালাম,সালাম মিয়া,রোমান,এহেছান,ইমন ও নয়নেরা স্বশস্ত্র হাতে সজ্জিত হয়ে,আমার বসতঘরের টিনের টেংরা ভেঙ্গে অনাধিকারে ঘরে ভিতরে ঢুকে পড়ে।এসময় বাড়ীর সবাই আতংকিত হয়ে উঠে।তখন কোন কথা ছাড়া আমার ছেলেকে এলোপাথাড়ি কূপাতে থাকে।ছেলেকে রক্ষা এসে আমার স্ত্রীকেও বেদড়ক মারধর করেছে।এরপরও তার ক্ষান্ত না হয়ে আমার গেট,ঘরের দরজার গেট ভাংচুর সহ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছেন।পরে আহতদেরকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।কর্তব্যরত চিকিৎসক ছেলে সালাহ উদ্দিনের মাথার কাটা জখম দেখে চমকে রেফার করেন।এখন তাকে চমকে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এবিষয়ে চকরিয়া থানার এসআই ফারুক ও এএসআই শরিফ জানান,মারামারি বিষয়ে ওসি স্যারের কাছে লিখিত এজাহার জমা দিলে,তদন্তের জন্য আমরা বুধবার দিনে ঘটনাস্থলে গিয়ে যাচাই-বাচাই করেছি।সুতরাং এবিষয়ে মামলা রেকর্ড করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর