শিরোনাম :
পর্যটন শিল্পের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে- টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পেকুয়া থানার নতুন ওসি মোস্তাফা’র যোগদান নারী-পুরুষ সমতা বিষয়ে শিশুদের সচেতন করতে কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের নতুন প্রকল্প মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা। -মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন”

বনদস্যূর সাথে বনবিভাগের পাল্টা গোলাগুলিঃপথচারী সহ আহত-৬

নিউজ রুম / ১৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়াস্হ ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয়ের ৪/৫গজ সামনে পশ্চিমপাশে সংরক্ষিত রিজার্ভ বনভূমিতে গাছ কাটছেন বনদস্যূরা।গাছ উদ্ধার করতে গিয়ে বনদস্যূদের সাথে সংশ্লিষ্ট বনবিভাগের পাল্টা গোলাগুলি সংঘটিত হয়েছে।এসময় একজন পথচারী সহ বনবিভাগের ৫জন লোক গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

শনিবার (৬ মে) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা ২০মিনিট পর্যন্ত রেঞ্জ অফিসের সামনে ডুমখালী-রিজার্ভ পাড়া এলাকায় এঘটনা ঘটেছে।ঘটনার পরে সন্ধ্যা ৬টার সময় চকরিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি(নির্বাহী ম্যাজিষ্ট্রেট) রাহাত-উজ-জামান,বনবিভাগের দায়িত্বরত এসিএফ শীতল পাল ও চকরিয়া থানার ওসি আব্দুল জব্বার,অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার নেতৃত্বে একদল পুলিশ সদস্য,বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী নিয়ে ফের অভিযান পরিচালনা করা হয়েছে।

এবিষয়ে ডুলাহাজারা বনবিট কর্মকর্তা অবনি কুমার রায় জানান,ঘটনার দিন দুপুরে রেঞ্জ কার্যালয়ের পশ্চিমপাশে সংরক্ষিত রিজার্ভ বনভূমিতে গাছ কর্তন সহ নতুনভাবে ঘর নির্মাণের কাজ করছেন বনদস্যূরা।এমন সংবাদের ভিত্তিতে আমি সহ আমার অফিসের কয়েকজন স্টাফ নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাছগুলো উদ্ধার করি।এসময় অর্তকিত অবস্হায় রিজার্ভ পাড়া নামক এলাকার চিহৃিত বনদস্যূ ও সন্ত্রাস রমিজ উদ্দিন,নবী হোসেন রবি,নুরুল আলম,ইব্রাহিম,বাবুল,মিয়া,বাদশা,মানোয়ার আলম মনিয়া সহ আরো অনেক লোকজন অস্ত্র,কিরিচ,দা,শক্ত কাঠের লাঠি নিয়ে দৌঁড়ে আসতেছে দেখে আমরাও দৌঁড়ে রেঞ্জ অফিসের সামনে মহাসড়কে আসি।এসময় তারা আমাদের লক্ষ্য করে ফাঁকা গুলি বর্ষণ করতে থাকে।এমতাবস্থায় আমি ও আমার স্টাফেরা দৌঁড়ে অফিস ঢুকে অস্ত্র নিয়ে বের হয়ে উপরের দিকে গুলি ছুটলে সাথে-সাথে তারা ফের আমাদের লক্ষ্য করে অন্তত ৫০ রাউন্ড গুলি ছুটে।আমরাও তাদের তাড়াতে অন্তত ১৫/১৬ রাউন্ড গুলি ছুটনা হয়।এসময় আমি বিটকর্মকর্তা অবনি কুমার রায়,সূর্য কুমার সিংহ,গোলাম জিলানী মিয়াজী,রহিম উদ্দিন ও সাহেদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়।সকলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।এরপরে ঘটনার খবর পেয়ে উপজেলার সহকারী কমিশনার ভূমি,আমাদের এসিএফ স্যার,থানার ওসি তদন্ত সহ একদল পুলিশ এবং বনবিভাগের কর্মরত কর্মচারী মিলে অভিযান পরিচালনা করা হয়েছে।এসময় অবৈধভাবে উত্তোলনকৃত ঘরটি গুড়িয়ে দেওয়া হয়।পরে ঐ এলাকাতে অভিযান পরিচালনার করা হচ্ছে টের পেয়ে সবাই পালিয়ে যায়।
এরপর ঘটনার সংবাদ পেয়ে ছুঁটে আসেন কক্সবাজার উত্তর বনবিভাগের,বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার।এবিষয়ে অবশ্যই আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বনবিভাগ আর বনদস্যূদের পাল্টা গোলাগুলির নেজাম উদ্দিন নামের একজন কাঁচা মাছ ব্যবসায়ী পথচারী মাথায় গুলি লেগে আহত হয়েছে।এসময় তাকে উদ্ধার করে দ্রুত মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর