শিরোনাম :
কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন” পেকুয়ায় সন্তানের নির্যাতনের শিকার বয়োবৃদ্ধ পিতা যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক এমপি ফজলে করিম শহীদ ওয়াসিমের মায়ের পাশে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রোদ-বৃষ্টি আধার রাতে;আমরা আছি রাজপথে-চকরিয়াতে কেন্দ্রীয় সমন্বয়ক-হাসনাত আব্দুল্লাহ

‘মোখা’র প্রভাবে রোহিঙ্গা ক্যাম্পে ৫ শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত

নিউজ রুম / ১৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :
ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ৫ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ রোববার সন্ধ্যায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মোখা যে শক্তি নিয়ে আঘাত হানার কথা ছিল তা থেকে কম শক্তি নিয়ে আঘাত হেনেছে। সে কারণে ক্ষতি অনেক কম হয়েছে।’
ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, ‘এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে পাঁচশর মতো রোহিঙ্গাদের শেল্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কিছু সম্পূর্ণ এবং কিছু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথায় কোথাও ল্যান্ড স্লাইডে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
আরও পড়ুন: আঘাতের পর দুর্বল ‘মোখা’, শঙ্কা কেটে গেছে
তিনি আরও জানান, পূর্ব প্রস্তুতি অনুযায়ী জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদের ওয়ারহাউসগুলোতে শেল্টার কিট মজুদ রেখেছে। সেগুলো আগামীকাল বা পরশু বৃষ্টি থেমে গেলে বিতরণ করা হবে এবং ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামত শুরু হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান জানান, তীব্র ঝড়ে উপড়ে পড়েছে গাছপালা। কাঁচা ঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে। টেকনাফ সদর, পৌর এলাকা, সাবরাং, কল্যাণপাড়া, জাদিমুড়া রোহিঙ্গা শিবির এলাকায় প্রচুর গাছপালা ভেঙে পড়েছে।
প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাস করে। এদের মধ্যে প্রায় ৮ লাখ রোহিঙ্গা ২০১৭ সালে মিয়ানমার সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসে।


আরো বিভিন্ন বিভাগের খবর