শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই বাঁকখালী নদীতে থাকা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক জাহাজে আগুন: অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শ্রমিক নিহত :তদন্ত কমিটি গঠন সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে :কক্সবাজার থেকে ২০ হাজার নেতা কর্মী যাচ্ছে ঢাকায় কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন পরিবেশ কর্মী ও কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা মোঃ ইলিয়াছ মিয়া জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

পেকুয়ায় বিশ্ব বন দিবসে বন রক্ষার শপথ 

নিউজ রুম / ১৮৪ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

পেকুয়া প্রতিনিধি;

করবো বন সংরক্ষণ,সুস্থ্য থাকবো সারাক্ষণ এ প্রতিপাদ্যে কক্সবাজারের পেকুয়ায় নানান কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো বিশ্ব বন দিবস

পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস এর যৌথ উদ্যোগে উপজেলার টইটং ইউনিয়নের বনকানন মাঠে মানববন্ধন,পথসভা ও বন রক্ষায় শপথ বাক্য পাঠ এর কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবেশ কর্মী দেলওয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্টিত পথসভায় বক্তব্য রাখেন ,চট্রগ্রাম দক্ষিণ বনাঞ্চলের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হক।

বক্তব্য রাখেন বনকানন এশায়াতুল উলুম দাখিল মাদ্রাসা সুপারিনটেনডেন্ট ইবনে আদম জাহান,সংবাদ কর্মী জালাল উদ্দিন,উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস টিম লিডার সাদেকুর রহমান।

বক্তারা বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়ণ, শিল্পায়ন, কৃষিভূমি সম্প্রসারণ, আবাসন প্রভৃতি নানা কারণে সংকুচিত হচ্ছে বনাঞ্চল। ফলে দেশের বন ও বন্যপ্রাণী আজ হুমকির সম্মুখীন।

এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে উন্নয়ন প্রকল্পের নামে পাহাড় কাটে বনাঞ্চল উজাড় বন্ধ করে বন সংরক্ষণে গুরুত্ব দেয়ার কথাও জানিয়েছেন পরিবেশবাদিরা।

এসময় কয়েক শত নারী পুরুষ বন রক্ষায় শপথ গ্রহন করেন।

এতে নারী ইউপি সদস্য আয়েশা খাতুন,পরিবেশকর্মী নুরুন্নাহার নূরী, শারমিন সোলতানা,এশায়াতুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক,সাইফুল আজমসহ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ শিক্ষক শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর