শিরোনাম :
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা উখিয়ায় সংরক্ষিত বন থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন উখিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত “আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে হবে -মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিয়ের দাবীতে প্রবাসীর বাড়িতে তরুণীর বিষপান পেকুয়ায় ব্যবসায়ীকে হামলা ও দোকান লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কক্সবাজারে নারীর প্রতি সংহিসতা নিরোধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বেতুয়ায় ১৪ বসতবাড়ী জ্বলে-পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২কোটি টাকা

বালকে সিলেট, বালিকায় চট্রগ্রাম চ্যাম্পিয়ন

নিউজ রুম / ৬৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

এম আর মাহবুব :

ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে শেখ রাসেল বীচ ফুটবল টুর্ণামেন্টে বালক ও বালিকা ( অনূর্ধ্ব ১৫) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট ও চট্টগ্রাম বিভাগ। কক্সবাজার সাগর-সৈকতের কলাতলি পয়েন্টে ২৬ এপ্রিল সকালে অনুষ্ঠিত বালকদের ফাইনালে সিলেট ৪-০ গোলে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে শিরোপা জিতে নেয়। এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত বালিকাদের ফাইনালে চট্টগ্রামের মেয়েরা ৪-১ গোলে হারিয়েছে সিলেট বিভাগকে। ২৪ এপ্রিল সন্ধ্যায় দেশের আটটি বিভাগের ষোলটি ( বালক ও বালিকা) দলের অংশগ্রহণে তিনদিন ব্যাপী এই ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়।
এদিকে ম্যাচ ম্যাচ শেষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর পুরো পরিবারই ছিলেন ক্রীড়া বান্ধব। উনার কনিষ্ঠপুত্র ১৫ আগস্ট পরিবারের সদস্যদের সাথে নির্মম হত্যাকান্ডের শিকার শিশু রাসেলের স্মৃতিকে ধরে রাখার জন্য প্রতিবছর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তর কক্সবাজার বীচে এরকম আয়োজন করে থাকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড.আবুল হোসেন,ক্রীড়া পরিদপ্তরের পরিচালক,যুগ্ম-সচিব আ,ন,ম তরিকুল ইসলাম, উপ-পরিচালক এস, আই, এম ফেরদৌস আলম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব ফজলে এলাহি, সাবেক জাতীয় ফুটবলার খোন্দকার রাকিবুল ইসলাম। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার মঈনুদ্দিন মিল্কি।


আরো বিভিন্ন বিভাগের খবর