মাইলস্টোনে প্রাণহানিতে স্তব্ধ দেশ, পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

নিউজ রুম / ৫০ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রে ফর মেইলস্টোন’ শিরোনামে ছড়িয়ে পড়ে হাজারো পোস্ট। কলেজের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নিহতদের স্মরণে প্রোফাইল ছবি পরিবর্তন, আবেগঘন স্ট্যাটাস ও শোকবার্তা প্রকাশ করেন। স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। অনেকেই আহতদের জন্য রক্তসহায়তার আবেদন জানান। দুর্ঘটনার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান রাজনৈতিক সংলাপ মুলতুবি ঘোষণা করা হয়। রাজনৈতিক নেতারা ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ কার্যক্রম পুনর্বিবেচনার আহ্বান জানান।

এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের মধ্য দিয়ে জাতি আজ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। এই দুর্ঘটনা শুধুই কয়েকটি প্রাণহানি নয়, বরং তা গোটা জাতিকে কাঁপিয়ে দিয়েছে। এখন সময় সাবধানতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার।

সুত্র :চ্যানেল আই অনলাইন


আরো বিভিন্ন বিভাগের খবর