শিরোনাম :
উখিয়ায় সংরক্ষিত বন থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন উখিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত “আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে হবে -মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিয়ের দাবীতে প্রবাসীর বাড়িতে তরুণীর বিষপান পেকুয়ায় ব্যবসায়ীকে হামলা ও দোকান লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কক্সবাজারে নারীর প্রতি সংহিসতা নিরোধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বেতুয়ায় ১৪ বসতবাড়ী জ্বলে-পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২কোটি টাকা কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি : যুবক গ্রেপ্তার

কক্সবাজারের সৌন্দর্য রক্ষায় আপনার পারফরম্যান্স শুধু জিরো নয়, নেগেটিভও

নিউজ রুম / ৬১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
সমুদ্র সৈকত এলাকার অবৈধ দখল
ও স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত নির্দেশনা
যথাযথভাবে প্রতিপালন না করায়
কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি)
মামুনুর রশীদকে ভর্ৎসনা করেছেন
হাইকোর্ট। আদালত ডিসিকে উদ্দেশ
করে বলেছেন, ‘কক্সবাজারের
সৌন্দর্য রক্ষায় আপনার
পারফরম্যান্স শুধু জিরো নয়,
নেগেটিভও। বারবার বলার পরও
আপনি সর্বোচ্চ আদালতের আদেশ
করেননি। যদি
বাস্তবায়ন
আদালতের আদেশ না মানেন,
তাহলে আপনাকে ফল ভোগ করতে
হবে শেষ হতে পারে।সেটির ব্যাপারে আপনাকে
দায়িত্ব নিতে হবে।’
গতকাল বুধবার বিচারপতি জেবিএম
হাসান ও বিচারপতি রাজিক আল
জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে
সশরীরে হাজির হন কক্সবাজারের ডিসি
মামুনুর রশীদ। আদালত অবমাননার
অভিযোগে তাকে তলব করা হয়েছিল।
এ সময় আদালত বলেন, সারা পৃথিবী
কক্সবাজার সমুদ্র সৈকতের দিকে তাকিয়ে
আছে। এত সুন্দর সৈকতকে আমরা
ইউটিলাইজ্ (ব্যবহার করতে পারছি না।
এখানে দায়িত্ব পেলে কাজ করার সুযোগ
অনেক বেশি পাওয়া যায় উল্লেখ করে।
আদালত বলেন, ‘কিন্তু কক্সবাজারের জেলা
প্রশাসক যা করছেন, তাতে তার ক্যারিয়ার
শেষ হয়ে যেতে পারে।
আবেদনকারীর পক্ষে
আদালতে
ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
ডিসির পক্ষে ছিলেন মোমতাজ উদ্দিন
ফকির।এদিকে আদালতে একটি হলফনামা
জমা দেন জেলা প্রশাসক। এতে তিনি
জানান ৪১৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এ ছাড়া আদালতের আদেশের কারণে
২৩৩টি স্থাপনা উচ্ছেদ করা যায়নি।
শুনানি শেষে আদেশে আদালত
কক্সবাজারের জেলা প্রশাসককে ব্যক্তিগত
হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন।
পাশাপাশি আগামী ৯ নভেম্বর পরবর্তী
শুনানির জন্য দিন রেখেছেন। সেই দিনের
মধ্যে জেলা প্রশাসককে অগ্রগতি
এর আগে ২০১১ সালের ৭ জুন
কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার অবৈধ
দখল ও স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়ে রায়
দেন হাইকোর্ট। ওই রায়ের আলোকে
কয়েক দফা নির্দেশনা দিলেও তা সম্পূর্ণ
বাস্তবায়ন করা হয়নি। পরে গত
ফেব্রুয়ারি কক্সবাজারের ডিসিসহ
সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ দেওয়া
হয়। সন্তোষজনক জবাব না পাওয়ায়
আদালত অবমাননার আবেদন করে
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর
(এইচআরপিবি)।
বাংলাদেশ
আবেদনের শুনানি নিয়ে গত ২৫ আগস্ট
হাইকোর্ট কক্সবাজারের ডিসিকে তলব
করেন আদালতে। সেই নির্দেশ অনুসারে
১৯ অক্টোবর হাজির হন জেলা প্রশাসক।
এ বিষয়ে আইনজীবী মনজিল
মোরসেদ বলেন, কক্সবাজার সৈকতে
অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আমরা প্রথম
থেকেই ফাইট করছিলাম, এটিও হয়তো
চূড়ান্তভাবে সফলতা আসবে।


আরো বিভিন্ন বিভাগের খবর