শিরোনাম :
উখিয়ায় সংরক্ষিত বন থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন উখিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত “আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে হবে -মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিয়ের দাবীতে প্রবাসীর বাড়িতে তরুণীর বিষপান পেকুয়ায় ব্যবসায়ীকে হামলা ও দোকান লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কক্সবাজারে নারীর প্রতি সংহিসতা নিরোধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বেতুয়ায় ১৪ বসতবাড়ী জ্বলে-পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২কোটি টাকা কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি : যুবক গ্রেপ্তার

পেকুয়ায় বিয়ের দাবীতে প্রবাসীর বাড়িতে তরুণীর বিষপান

নিউজ রুম / ৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :
কক্সবাজারের পেকুয়ায় বিয়ের দাবী নিয়ে ওমান প্রবাসীর বাড়িতে অনশন করেছে তরুণী। এসময় প্রবাসী ও স্বজনরা ওই তরুণীকে শারীরিক লাঞ্চিত করে। এতে করে অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ওই তরুণী। স্থানীয় সাবেক ইউপি সদস্য সহ প্রত্যক্ষদর্শীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। বুধবার (১২ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলার পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, পেকুয়ার রাজাখালী ইউনিয়নের বামুলার পাড়া এলাকার শফিউল আলমের পূত্র মো.সাজ্জাদ (২৪) ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউপির চেলবন কবির সিকদার পাড়ার আবদুল মালেকের মেয়ে তানজিনা আক্তার (১৮) এর মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। সাজ্জাদ ওমান প্রবাসী। এক বছর আগে রং নম্বরে পরিচয় হয়। পরে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
তানজিনা মা জোহরা বেগম বলেন,ওমান প্রবাসী সাজ্জাদ সাথে আমার মেয়ের দীর্ঘদিনের সম্পর্ক ছিল।তার মা ও স্বজনেরা পাত্রী দেখতে আমার বাড়িতে এসে কথাবার্তা পাকা করে।আমার পরিবার সাজ্জাদ দেশে আসার বিমান ভাড়া দিলে,প্রথম রমজান দেশে আসে।পারিবারিক ভাবে নিবিড় সম্পর্ক গড়ে উঠে।দেশে হঠাৎ আমার মেয়েকে পছন্দ হয়নি বলে গালি দিচ্ছে।ফলে মেয়েটি সাজ্জাদের বাড়িতে গেলে,সাজ্জাদ ও তার মা মিলে বেদড়ক মারধর,লাঞ্চিত করেছে শুনেছি।এটি আমার মেয়ের সাথে প্রতারণা করছে।হয়তো অপমান সহ্য করতে না পেরে বিষপান করেছে।ওই এলাকার এক লোক ফোনে বিষয়টি আমাকে জানিয়েছেন।পেকুয়া হাসপাতালে নিলে,চিকিৎসক আমার মেয়েকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।আমি এর বিচার চাই।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম জানান,প্রাথমিক চিকিৎসা শেষে রোগীর অবস্থা গুরুতর দেখে তাকে চমেক হাসপাতালে রেফার করেছি।


আরো বিভিন্ন বিভাগের খবর