শিরোনাম :
মহেশখালীর কালারমারছড়ার জলদস্যু সরদার হাসান নুরী গ্রেফতার কক্সবাজারে ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল ইসলামী শ্রমনীতি ব্যতীত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়-আব্দুল্লাহ আল ফারুক ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে মানবতার বিজয় সুচিত- মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিরোধীয় জায়গায় স্হাপনা নির্মাণকে কেন্দ্র করে হামলাঃ আহত ৬ কৈয়ারবিল ইউপি সচিবের বিরুদ্ধে নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি অভিযোগ কক্সবাজার শিশু সুরক্ষা প্ল্যাটফর্ম এর সাধারণ সভা আজ সে ভয়াল ২৯ এপ্রিল:উপকূলবাসীর স্বজন হারানোর দিন বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী আজ রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত এবং তিনজন আহত

বেতুয়ায় ১৪ বসতবাড়ী জ্বলে-পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২কোটি টাকা

নিউজ রুম / ৩৪ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৬ জুন ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার বেতুয়া নামক এলাকায় ১৪ বসতবাড়ী জ্বলে-পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
সোমবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কাশিম আলী মিয়াজী সিকদারপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তের মাঝেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী আরো ১৩টি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ১৪টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার আবু জাফর বলেন, সোমবার দুপুরের দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কাসিম আলী মিয়াজী সিকদার পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ১৪টি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করলেও তদন্ত সাপেক্ষে জানা যাবে অগ্নিকাণ্ডে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেন,মো. আতিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্হ পরিবারের মাঝে প্রাথমিক কিছু সরঞ্জাম তুলে দেন।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে জানা ইউএনও।


আরো বিভিন্ন বিভাগের খবর