শিরোনাম :
ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা চকরিয়ায় হাইওয়ে পুলিশের জীপ খাদে পড়ে পুলিশ সদস্য নিহত, এসআইসহ আহত ৪ রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়: গুতেরেস রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব আছিয়ার ধর্ষকদের সবোর্চ্চ শাস্তির দাবিতে পেকুয়ায় ছাত্রদের মানববন্ধন

কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ রুম / ৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

রহমান তারেক :

কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশ নেন।
১৭ বছরেও হাসপাতাল নির্মাণ হয়নি
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৮ সালে যাত্রা শুরু করা কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থী সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও দীর্ঘ ১৭ বছরেও স্থায়ী ৫০০ শয্যার হাসপাতাল নির্মিত হয়নি। ফলে শিক্ষার্থীদের প্রতিদিন প্রায় ৮ কিলোমিটার দূরে গিয়ে ক্লিনিক্যাল ক্লাস করতে হয়, যা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য।
শিক্ষার্থীরা আরও জানান, কক্সবাজারের প্রায় ২৮ লাখ মানুষের জন্য বর্তমানে মাত্র ২৫০ শয্যার একটি হাসপাতাল রয়েছে, যেখানে প্রতিদিন ৫-৬ হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। তাছাড়া প্রায় ১৫ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর বাড়তি চাপও রয়েছে।
উন্নত চিকিৎসার জন্য জরুরি হাসপাতাল
বক্তারা বলেন, কক্সবাজার সদর হাসপাতালে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় উচ্চতর চিকিৎসা শিক্ষা, গবেষণা ও বিশেষায়িত চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। নিউরোসার্জারি, হেমাটোলজি, হেপাটোলজি, সাইকিয়াট্রি, এনআইসিইউ, বার্ন ইউনিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ না থাকায় রোগীদের প্রায়ই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, যা ১৫০ কিলোমিটার দূরে এবং ব্যয়বহুল।
শিক্ষার্থীরা দাবি করেন, আধুনিক ৫০০ শয্যার হাসপাতাল স্থাপিত হলে কক্সবাজারের জনগণ ও পর্যটকদের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত হবে এবং চিকিৎসকদের প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম সহজ হবে।
শিক্ষার্থীদের জোর দাবি
শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদন ও নির্মাণকাজ শুরুর জোর দাবি জানান।
মানববন্ধনে কক্সবাজার ইন্টার্ন ডক্টরস মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. হিসাম, ৫ম বর্ষের শিক্ষার্থী আসিবুল হক, মিজানুর রহমান, আহসান সাকিব, ফাহিম হাসান, রাহাত হোসাইন, শাহাদাত হোসাইনসহ অনেকে বক্তব্য রাখেন।


আরো বিভিন্ন বিভাগের খবর