শিরোনাম :
ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ: সেন্টমার্টিনকে হারিয়ে সোনাদিয়ার রোমাঞ্চকর জয় পর্যটন বিকাশে নিরাপত্তা অন্যতম প্রধান শর্ত -ট্যুরিস্ট পুলিশ প্রধান পর্যটন নগরীতে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন মাল্টিপারপাস পাবলিক টয়লেট উদ্বোধন মিয়ানমারে পাচারকালে সিমেন্ট সহ ১১ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটির শপথ কক্সবাজারে মাশরুম চাষ সম্প্রসারণের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে কক্সবাজার পুলিশ সুপারের মতবিনিময় রামুতে কৃষিপণ্য মেলা টেকনাফে মালয়েশিয়াগামী ২৮ জন উদ্ধার

উপকূল থেকে অস্ত্রসহ জলদস্যু আটক

নিউজ রুম / ১১৮৮ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উপকূল থেকে দেশিয় তৈরী বন্দুক ও গুলিসহ এক জলদূস্যকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, বৃহস্পতিবার ভোর রাতে কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জনৈক মো. হাবিবুল্লাহর দোকান সংলগ্ন বেড়ীবাধ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক মো. ওসমান গনি (২৭) মহেশাখালী উপজেলার সাপেরডেইল এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।
কোস্টগার্ড জানিয়েছে, ওসমান গনি কুতুবদিয়া উপকূলে সক্রিয় জলদূস্য বাহিনী কথিত মিন্টু গ্রুপের সদস্য। সে চিহ্নিত জলদূস্য এবং জলদূস্যতার অভিযোগে তার বিরুদ্ধে কুতুবদিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
লে. কমান্ডার মুনিফ তকি বলেন, বৃহস্পতিবার ভোর রাতে কুতুবদিয়ার লেমশিখালী ইউনিয়নের উপকূলীয় বেড়ীবাধ এলাকায় অপরাধ সংঘটনের জন্য কতিপয় লোকজন সশস্ত্র অবস্থায় অবস্থান করছে খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৬/৭ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে কোস্টগার্ড সদস্যরা একজনকে আটক করতে সক্ষম হয়।
” পরে আটক মো. ওসমান গনির হেফাজত থেকে দেশিয় তৈরী একটি বন্দুক ও দুইটি গুলি পাওয়া যায়। এরপর ঘটনাস্থলে তল্লাশী করে পাওয়া যায় দেশিয় তৈরী আরেকটি বন্দুক ও তিনটি গুলি। ”
কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, ” কুতুবদিয়া উপকূলে সক্রিয় জলদূস্য বাহিনী মিন্টু গ্রুপের সদস্যরা দেশিয় কার্গো ও পন্যবাহী ট্রলারে ডাকাতি, মাছ ধরার ট্রলার লুট এবং জেলেদের জিন্মি করে মুক্তিপণ আদায়সহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। আটক জলদূস্য ওসমান মিন্টু বাহিনীর সদস্য। ”
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি।


আরো বিভিন্ন বিভাগের খবর