শিরোনাম :
ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ: সেন্টমার্টিনকে হারিয়ে সোনাদিয়ার রোমাঞ্চকর জয় পর্যটন বিকাশে নিরাপত্তা অন্যতম প্রধান শর্ত -ট্যুরিস্ট পুলিশ প্রধান পর্যটন নগরীতে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন মাল্টিপারপাস পাবলিক টয়লেট উদ্বোধন মিয়ানমারে পাচারকালে সিমেন্ট সহ ১১ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটির শপথ কক্সবাজারে মাশরুম চাষ সম্প্রসারণের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে কক্সবাজার পুলিশ সুপারের মতবিনিময় রামুতে কৃষিপণ্য মেলা টেকনাফে মালয়েশিয়াগামী ২৮ জন উদ্ধার

কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটির শপথ

নিউজ রুম / ৬ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

রহমান তারেক :

কক্সবাজার বাস–মিনিবাস মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের একটি‌ কনভেনশন হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ইকবাল মো. শামসুল হুদা টাইডেল, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানসহ কমিটির সকল সদস্য শপথ গ্রহণ করেন।

প্রধান নির্বাচন কমিশনার এসএম মোস্তফা আশিকের পাঠ করা শপথবাক্যে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন, সহ-সভাপতি আব্দুল মাবুদ, লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক হাছান আহমদ, কোষাধ্যক্ষ ছৈয়দুল হক‌, নির্বাহী সদস্য- হাজী আবদুর রহমান, মো. সোলতান মাহমুদ, জসিম উদ্দিন, মো. ওসমান, মোহাম্মদ ইসমাইল, আবুল মনছুর, মো. নুরুল আলম, মো. আবু সাইয়েদ, জানে আলম। পরে নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ করেন নির্বাচন কমিশন সদস্য মোহাম্মদ ওনায়েছ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাসুদ কুতুবী, মোহাম্মদ পারভেজ চৌধুরী মানিক, অধ্যক্ষ সালাহ উদ্দিন, পরিবহন মালিক নেতা গিয়াস উদ্দিন,  শ্রমিক নেতা হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, জহির উল্লাহ, করিম উল্লাহ, মুফিজুর রহমান,  ফরিদুল আলম, আবুল কালাম আবু প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, পরিবহন খাতকে সুশৃঙ্খল করতে মালিক, শ্রমিক ও প্রশাসনের সমন্বয় জরুরি। যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন কমিটি দায়িত্ব পালন করবে বলেও আশা প্রকাশ করা হয়।

নবনির্বাচিত কমিটির নেতারা বলেন, সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, রুট ব্যবস্থাপনা, যাত্রী সেবা উন্নয়ন ও মালিকদের অধিকার নিশ্চিত করতে তারা কাজ করে যাবেন।

অনুষ্ঠানে পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি, জেলা পর্যায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর