
এম মনছুর রানা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে কক্সবাজারের নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১০ ডিসেম্বর) জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় কক্সবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে নবাগত পুলিশ সুপার উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চ্যালেঞ্জ, করণীয় এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
এসময় পুলিশ সুপার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় পুলিশ সুপার পদায়ন করা হয়েছে এবং আমি নিজেও সেই লক্ষ্যে কক্সবাজার জেলায় যোগদান করেছি। আমাদের মূল লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। অতীতের মতো নয়, এবার ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন—এটি নিশ্চিত করতে কক্সবাজার জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে এবং নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কক্সবাজার জেলা পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান পুলিশ সুপার।
এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।