
বিডি প্রতিবেদক :
কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণে সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের সাথে পেশাগত সম্পর্ক উন্নয়ন এবং স্থানীয় বাজার ব্যবস্থায় সংযোগ জোরদার করার লক্ষ্যে কৃষির উর্বরভূমি কক্সবাজারের রামুতে বিশেষ কৃষি মেলার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) উদ্যোগে রামু উপজেলার কৃষি সম্প্রসারণ অফিস প্রাঙ্গণে দিনব্যাপী এই কৃষিপণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. বিমল কুমার প্রামানিক।
রামু উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এফএও প্রোগ্রামের কো-অর্ডিনেটর মোহাম্মদ মারুফ এবং সিএনআরএস’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোখলেছুর রহমান সুমন। রামু উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার সুশান্ত দেব নাথ এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সলিম উদ্দিন। অতিথিরা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং পরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় মোট ১৪টি স্টলে বিভিন্ন ধরনের কৃষিপণ্য, বীজ, কৃষি উপকরণ, কৃষি যান্ত্রিকীকরণ প্রযুক্তি এবং বাজারসংক্রান্ত সেবা প্রদর্শন করা হয়। এতে অংশগ্রহণ করেন কৃষক, কৃষি উপকরণ বিক্রেতা, বীজ কোম্পানি, সবজি ক্রেতা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।
রামু উপজেলার তিনটি কৃষিপণ্য উৎপাদন ও বিপণন কেন্দ্র সমবায় সমিতি লিমিটেড মেলায় অংশগ্রহণ করে তাদের কার্যক্রম, সেবাসমূহ এবং কৃষকদের উৎপাদন, প্রযুক্তি গ্রহণ, স্থানীয় এবং ক্যাম্প বাজার সংযোগ ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদর্শন করে।
প্রাইভেট কোম্পানির মধ্যে ইস্পাহানি সিড লিমিটেড ও ইউনাইটেড সিড অংশগ্রহণ করে তাদের উন্নত প্রযুক্তি ও বীজ প্রদর্শন করেন এবং কৃষকদেরকে জলবায়ু-বান্ধব কৃষি উৎপাদন প্রযুক্তির সঙ্গে পরিচিত করান। এছাড়াও মেলায় রামু উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সেবা, বেসরকারি সংস্থা হতে সুশীলন এবং মুক্তি কক্সবাজার অংশগ্রহণ করে।
মেলায় কৃষক, পাইকার এবং অন্যান্য অংশগ্রহণকারীদের জন্য একটি কুইজ প্রতিযোগিতা এবং মুক্ত আলোচনা ও অভিজ্ঞতা পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে কৃষি উৎপাদন, বাজারজাতকরণ, পণ্য সরবরাহ, সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কিত প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল। বিজয়ীদের কৃষি উপকরণ উপহার প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়।