শিরোনাম :
ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ: সেন্টমার্টিনকে হারিয়ে সোনাদিয়ার রোমাঞ্চকর জয় পর্যটন বিকাশে নিরাপত্তা অন্যতম প্রধান শর্ত -ট্যুরিস্ট পুলিশ প্রধান পর্যটন নগরীতে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন মাল্টিপারপাস পাবলিক টয়লেট উদ্বোধন মিয়ানমারে পাচারকালে সিমেন্ট সহ ১১ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটির শপথ কক্সবাজারে মাশরুম চাষ সম্প্রসারণের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে কক্সবাজার পুলিশ সুপারের মতবিনিময় রামুতে কৃষিপণ্য মেলা টেকনাফে মালয়েশিয়াগামী ২৮ জন উদ্ধার

খেলাধুলা যুবকদের মন ও মননের বিকাশ ঘটিয়ে অপরাধ থেকে দূরে রাখে-এমপি আশেক

নিউজ রুম / ৬৫১ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন

ফরিদুল আলম দেওয়ান :

মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেছেন, খেলাধুলা সাংস্কৃতিক চর্চা যুবকদের মন ও মননের বিকাশ ঘটিয়ে অপরাধ থেকে দূরে রেখে নৈতিক যুবসমাজ গঠনে ভূমিকা রাখে। তাই উঠতি বয়সের ছাত্র ছাত্রী ও যুবকদের প্রাতিষ্ঠানিক পুঁথিগত শিক্ষার পাশাপাশি উৎসাহিত করতে হবে। তিনি গতকাল ২৭ ফেব্রুয়ারি (সোমবার) মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়ায় নবনির্মিত শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মীর কাসেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউ পি চেয়ারম্যান ফরিদুল আলম,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক এহেসানুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক সৈয়দুল কাদের, সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান, হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ ওয়াহিদ চৌধুরী শামীম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকছুদ আলম, হোয়ানক ইউনিয়ন আঃ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশেক মাহমুদ সবুজ, ইউনিয়ন যুবলীগ সভাপতি খোরশেদ আলম,সাধারণ সম্পাদক মিজান চৌধুরী, ৫ নং ওয়ার্ড আঃ লীগের সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নোমান লেদু, সাধারণ সম্পাদক নৃপেন্দ্র কান্তি দে, ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম,
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্পাদক আনসারুল করিম ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইউপি সদস্য আশেক ইলাহী। উদ্বোধনী দিনে হোয়ানক বড়ছড়া আশেক মেম্বার একাডেমীকে ২-০ গোলে হারিয়ে কালার মারছড়া লাল দল বিজয় লাভ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর