সাকলাইন আলিফ :
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করছে কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামীলীগ। দিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিলো কোরআন খানি, মিলাদ মাহফিল, শোক রেলী আলোচনা সভা ও কাঙ্গালী ভোজ।
উপজেলা চত্তরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে চকরিয়া উপজেলা আওয়ামীলীগ ও তৃনমূল ছাত্রলীগের নেতৃবৃন্দ
শ্রদ্ধাঞ্জলি অর্পন পরবর্তী শহরের প্রধান সড়কে শোক র্যালি বের করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চকোরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বি এ অনার্স এম এ এসব আয়োজনে নেতৃত্ব দেন।
সব শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।