বিডি প্রতিবেদক :
কিশোর অপরাধ ও কিশোরদের অসামাজিক কার্যকলাপসহ নানা প্রকার অপরাধ থেকে দূরে রাখা ও তাদের মাঝে শিক্ষা সামাজিক উন্নয়নমূলক কাজে তাদের সম্পৃক্ততা বাড়ানো সহ তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশেষ সচেতনতা তৈরীর জন্য কক্সবাজারে আয়োজন করা হয় কৈশোর মেলা।
বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজার ও পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহযোগিতায় কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের সমৃদ্ধি কার্যালয়ের মাঠে গতকাল দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় কৈশোর ক্লাবের সদস্যরা উদ্ভাবনী, স্বাস্থ্য সুরক্ষা, বাল্য বিবাহ সচেতনতা, ব্লক বুটিক্স, ঘরে তৈরি পিঠা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সহ নানা ইভেনটেড আয়োজন করে।
মেলার উদ্বোধন করেন মুক্তি কক্সবাজারের উপপ্রধান নির্বাহী সৈয়দ লুৎফুল কবির চৌধুরী। মেলা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর কক্সবাজারের সহকারী কর্মকর্তা রমজান আলী, সমাজসেবা অধিদপ্তর কক্সবাজারের কর্মকর্তা শিমুল মিত্র শর্মা, স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নাসির উদ্দিন, ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ও খুরুশকুল মডেল কেজি স্কুলের প্রধান শিক্ষিকা আসমাউল হুসনা। কৈশোর কর্মসূচির উপজেলা কর্মকর্তা হাঁগমাইতি ত্রিপুরা (এ্যাঞ্জেলা) এবং সহযোগিতায় ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, এমআইএস কর্মকর্তা মোঃ জাহেদ হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা সোহেল ইসলাম ও হাসেম খান, শাখা ব্যবস্থাপক ফরহাদুল ইসলাম এবং শিক্ষা সুপারভাইজার মোঃ জাহাঙ্গীর আলম।
কৈশোর মেলায় উপজেলা পর্যায়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।