বিডি প্রতিবেদক বিনোদন :বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নির্বাচনগতকাল রোববার জ্যেষ্ঠ সাংবাদিক ও বাচসাসের প্রধান নির্বাচন কমিশনার রফিকুজ্জামান চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেন। কোনো বৈধ প্রার্থী না থাকায় ফাল্গুনী হামিদ ও শপথ চৌধুরী প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন বোর্ড।সভাপতি পদে ফাল্গুনী হামিদের বিপরীতে কাজী ফারুক বাবুল মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ ছিল বলে তার প্রার্থিতা বাতিল করা হয়। আগামী ১ সেপ্টেম্বর এফডিসিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটের প্রয়োজন হচ্ছে না।