
সাকলইন আলিফ :
“রান ফর হিরোজস্ অফ আওয়ার ভিক্টোরি” প্রতিপাদ্যে ‘বিজয় দিবস হাফ ম্যারাথন-২০২৪’ প্রতিযোগিতা আয়োজন করেছে কক্সবাজার জেলা প্রশাসন; আগামী ২৮ ডিসেম্বর মেরিন ড্রাইভে এই প্রতিযোগিতা অনুষ্টিত হবে।
বুধবার দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় আয়োজিত ‘বিজয় দিবস হাফ ম্যারাথন-২০২৪’ প্রতিযোগিতায় ইভেন্ট ব্যবস্থাপনায় থাকছে কক্সবাজার রানার্স কমিউনিটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, আগামী ২৮ ডিসেম্বর সকাল ৭ টায় কক্সবাজার শহরের কলাতলী এলাকায় মেরিন ড্রাইভের ভাঙ্গারমুখ থেকে উখিয়া উপজেলার ইনানী এলাকার বেওয়াচ হোটেল পর্যন্ত দীর্ঘ ২১ কিলোমিটার দূরুত্ব জুড়ে এই হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্টিত হবে। ম্যারাথনটি সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত অনুষ্টিত হবে। হাফ ম্যারাথনে কাট অফ টাইম ( ফিনিশিং টাইম ) ধরা হয়েছে ৪ ঘন্টা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারি প্রত্যেককে আবশ্যিকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। সম্পূর্ণ বিনামূল্যে দেশ-বিদেশের যে কোন দৌঁড়বিদ ( রানার ) অংশগ্রহণ করতে পারবেন। আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত যে কোন প্রতিযোগী রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। প্রতিযোগিতায় অংশ নিতে অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়েছে।
যথাসময়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারি সকল রানারদের জন্য থাকছে আকর্ষণীয় টি-শার্ট, ফিনিশার মেডেল ও ফিনিশার সার্টিফিকেট। এছাড়াও প্রতিযোগিতার জন্য নির্ধারিত দীর্ঘ ২১ কিলোমিটার মেরিন ড্রাইভ জুড়ে বিভিন্ন পয়েন্টে সেবাবুথ, ওয়াটার স্টেশন বা হাইড্রেশন কর্ণার এবং ম্যারাথন শেষে অ্যাপায়নের ব্যবস্থা রাখা হয়েছে।
এতে আরও জানানো হয়েছে, “ বিজয় দিবস হাফ ম্যারাথন উপলক্ষে পর্যাপ্ত সড়ক নিরাপত্তা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, মেডিকেল ক্যাম্প ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যবস্থা রাখা হবে। সড়কে প্রতিযোগিতার শুরু ও শেষভাগ পর্যন্ত বিভিন্ন পয়েন্টে মনোমুগ্ধকর সাজসজ্জা ও মঞ্চ তৈরী করা হবে। “
আয়োজকরা জানিয়েছেন, ম্যারাথনে অংশগ্রহণকারি প্রতিযোগীদের জন্য থাকছে আকর্ষণীয় অর্থ পুরুষ্কার ও সম্মাননা স্মারক। এতে যারা প্রতিযোগিতার জন্য নির্ধারিত ৪ ঘন্টার মধ্যেই দৌঁড় শেষ করতে পারবেন তাঁরাই মেডেল পাবেন। এছাড়া পুরুষ ও নারী ক্যাটাগরিতে ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের জন্য চ্যাম্পিয়ন, প্রথম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপের অর্থ পুরুস্কার যথাক্রমে ৫০, ৩০ ও ২০ হাজার টাকা। পাশাপাশি নারী-পুরুষ উভয় ক্যাটাগরির প্রথম চতুর্থ হতে দশম পর্যন্ত প্রতিযোগীদের সম্মাননা স্মারক প্রদান করা হবে। এছাড়া ৪৫ বছরোর্ধ্ব থেকে ৫৯ বছর পর্যন্ত বয়সী সকল প্রতিযোগীকে দেওয়া হবে বিশেষ সম্মাননা স্মারক।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা আমাদের আস্থা ও বিশ্বাসের ঠিকানা। আমাদের জাতীয় জীবনের মহান বীরদের স্মরণ করার পাশাপাশি মানুষকে স্বাস্থ্য সচেতন করতে বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে হাফ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছে।
তিনি বলেন, পাহাড়-সমুদ্রের কূল ঘেষে প্রকৃতির অপার সৌন্দর্য্যের মেরিন ড্রাইভ ধরে সাগরে ঢেউয়ের ছন্দে দৌঁড়ার সুযোগ পাবেন দৌঁড়বিদরা। নান্দনিক এ আয়োজনে দেশ-বিদেশের দৌঁড়বিদদের অংশ্রগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি।