তারুণ্যের উৎসব বীচ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাঁকখালী দল

নিউজ রুম / ৫৭ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

আলম ছৈয়দ :

তারুণ্যের উৎসব উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বীচ ফুটবল টুর্নামেন্ট। বুধবার সকালে সৈকতের ডিভাইন পয়েন্টে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, পর্যটন শিল্প বিকাশে এই টুর্নামেন্ট সহায়ক ভূমিকা রাখবে। কক্সবাজার সমুদ্র সৈকত শুধু পর্যটন নয়, বীচ ফুটবলের জন্যও একটি আদর্শ স্থান। যেখানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইভেন্ট করা যাবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নেয় ৪টি দল। দলগুলো হলো- ইনানী, হিমছড়ি, বাঁকখালী ও লাবণী। তারমধ্যে বিকালে ফাইনালে মুখোমুখি হয় বাঁকখালী বনাম লাবণী ফুটবল দল। এতে নির্দিষ্ট সময়ে খেলা ২-২ গোলে শেষ হয়। পরে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে চ্যাম্পিয়ন হয় বাঁকখালী ফুটবল দল।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাফুফে অনুর্ধ্ব-১৫ লীগের চেয়ারম্যান মঞ্জুরুল করিম। তিনি বলেন, কক্সবাজারে আরও বড় পরিসরে বীচ ফুটবলের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাফুফে বীচ লীগ কমিটির চেয়ারম্যান শাহিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নিজাম উদ্দিন আহমদ,
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাঈন উদ্দিন মিলকি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরওয়ার রোমন, জেলা ফুটবল দলের কোচ মাসুদ আলম ও সাংবাদিক সংসদের সভাপতি আজিজ রাসেল।


আরো বিভিন্ন বিভাগের খবর