বিডি প্রতিবেদক :
কক্সবাজার সদরের খুরুলিয়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের ঝিলংজা ইউনিয়নের খুরুলিয়া সওদাগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক ও অবৈধ অস্ত্রগুলো জব্দ করা হয়। তিনি অস্ত্র সরবরাহ দিয়ে ইয়াবা নিতে কক্সবাজার এসে উক্ত এলাকায় অবস্থান করছিলেন বলে জানিয়েছেন র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা এএসপি বিল্লাল উদ্দিন।
গ্রেফতারকৃত সফিজ উদ্দিন (৩৬) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের ভূমরাদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভূমরাদহ গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে। তার কাছ থেকে ১টি থ্রিকোয়ার্টারগান ও ১টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়।
এএসপি বিল্লাল উদ্দিন জানান, র্যাব-১৫ কক্সবাজার গোপন সংবাদে জানতে পারে, ঝিলংজার খুরুলিয়া সওদাগরপাড়া এলাকায় একজন দুষ্কৃতিকারী অস্ত্র ও মাদক ব্যবসায়ী অবস্থান করছে। তাৎক্ষণিক র্যাব-১৫ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার সন্ধ্যার আগে উক্ত স্থানে পৌঁছালে এক ব্যক্তিকে হাতে প্লাস্টিকের বস্তাসহ অবস্থান করতে দেখে। ঐ ব্যক্তি র্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাকে ধাওয়া করে আটক করে। তার নাম সফিজ উদ্দিন। তার হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ১টি থ্রি-কোয়ার্টারগান ও ১টি ওয়ানশুটারগান উদ্ধারের পর তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সফিজ জানায়, তিনি ঠাকুরগাঁওয়ের স্থানীয় বাসিন্দা, পেশাদার অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী। প্রায়শই তিনি কক্সবাজারে এসে অস্ত্র দিয়ে ইয়াবার চালান নিয়ে যান। কক্সবাজারে সন্ত্রাসী গ্রুপের কাছে জব্দকৃত অস্ত্রের বিনিময়ে ইয়াবা নিয়ে ঠাকুরগাঁওয়ে যাবার পরিকল্পনায় ছিলেন। তার পূর্বেই র্যাব তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।