বিডি প্রতিবেদক :
‘কক্সবাজার সরকারী কলেজে (কসক) লেখাপড়া করতে হলে ছাত্রলীগ করা বাধ্যতামূলক করতে হবে। কক্সবাজার কলেজের ৯০ পারসেন্ট শিক্ষার্থীকে যদি আপনারা ছাত্রলীগের পতাকা তলে আনতে না পারেন, আপনারা ছাত্রলীগ নিজেদের পদ থেকে পদত্যাগ করুন।’
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইনের এমন একটি ভিডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ২ মিনিট ১৮ সেকেন্ডের সেই ভিডিওতে তার পাশে কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারন মারুফ আদনান সহ ছাত্রলীগের নেতাকর্মী রয়েছে। এদিকে তাঁর এমন বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ফাহিমুর রহমান।
খোঁজ নিয়ে জানা যায়, ১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলায় জড়িতদের বিচার সম্পন্ন ও মদদদাতাদের শাস্তির দাবিতে কক্সবাজার সরকারি কলেজের কালো পতাকা মৌন মিছিল ও সমাবেশে তিনি এই বক্তব্য দিয়েছেন। তবে শনিবার দুপুর ২ টার দিকে ছাত্রলীগ সভাপতি তার ফেসবুকে বক্তব্যের ভিডিওটি দিলে সেটি মুহুর্তেই ছড়িয়ে পড়ে। এপর্যন্ত তার বক্তব্য ভিডিওটি দেখেছেন ৩৭ হাজার ফেসবুক ব্যবহারকারী। শেয়ার করেছেন ২০৪ জনে এবং কমেন্টস করেছেন ৩১২ জন। সাড়ে ৩৫ হাজার ফেসবুক ব্যবহারকারী এতে রিয়েক্ট দিয়েছে।
সিরিজ বোমা হামলার প্রতিবাদ সভায় সাদ্দাম হোসাইন আরো বলেন, এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছাত্রলীগের সরকার, ছাত্রলীগের নেতা ছিল জাতীর পিতা। এই কলেজের উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছাত্রলীগের নেত্রী শেখ হাসিনা । এই কলেজের মাটিতে এই কলেজের প্রতিটি শিরা উপশিরয়ায় ছাত্রলীগের হক রয়েছে। সুতারাং আপনারা যদি ছাত্রলীগের হকের উপর দাড়িয়ে পড়ালেখা করতে চান, কেন আপনারা ছাত্রলীগ করবেন না। আপনাদেরকে ছাত্রলীগ করার জন্য কবাধ্য করতে হবে।
এটি কলেজ ছাত্রলীগেরে নেতাদের পরামর্শ কিংবা নির্দেশ নয় এটি আল্টিমেটাম এমনটা ঘোষনা দিয়ে ছাত্রলীগ সভাপতি আরো বলেন, আমরা দুজন আবার আসবো, আমরা যদি কানায় কানায় পূর্ণ এই ক্যাম্পাস না দেখি তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। আপনাদের যদি কোন প্রতিবন্ধকতা থেকে থাকে। কলেজ প্রশাসন পক্ষে থেকে যদি কোন প্রতিবন্ধকতা থাকে আপনারা আমাদের জানাবেন, আপনাদের জন্য জীবন দিতে আমরা জেলা সভাপতি, সাধারন সম্পাদক প্রস্তুত রয়েছি। আপনারা হতাশ হবেন না। আপনারা নির্দ্বিধায়, বুক ফিলিয়ে জাতীর পিতার আর্দশের রাজনীতি করবেন। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করবেন।
এদিকে জেলা ছাত্রগ সভাপতি এই বক্তব্য নিয়ে কক্সবাজার জেলা ছাত্রদলের সাধারনসম্পাদক ফাহিমুর রহমান তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন “ আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে কক্সবাজার সরকারি কলেজকে জেলা ছাত্রলীগের কাছে লীজ দেওয়া হয়নি। জেলা ছাত্রলীগের সভাপতির বক্তব্যের মাধ্যমে সংগঠনটির মানসিক দেউলিয়াত্ব ফুটে উঠেছে। কে কোন সংগঠন করবে সেটি ঠিক করে দেওয়ার দায়িত্ব তার নয়। আমরা মনে করি তিনি তার ঔদ্ধত্যপূর্ণ ও স্বেচ্ছাচারী বক্তব্যের মাধ্যমে কক্সবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি কর্তৃক রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত, স্বেচ্ছাচারী, মনগড়া ও অর্বাচীন বক্তব্য প্রদান করায় কক্সবাজার জেলা ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং অতিদ্রুততার সাথে উক্ত বক্তব্য প্রত্যাহার করে কক্সবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার জন্য তার প্রতি আহবান করা হচ্ছে। ’