বিডি প্রতিবেদক ::
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র মুজিবুর রহমান বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট এক বিভীষিকাময় কলংকিত দিন। সেদিন গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধু’র উত্তরসূরি শেখ হাসিনা তথা এদেশের মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার নেতৃত্বকে নিঃশেষ করতে চেয়েছিল খালেদা-তারেক। তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। হত্যাজজ্ঞ অবলোকন করে সারা পৃথিবীর বিবেক স্তব্ধ বাকরুদ্ধ হয়ে যায়। বিশ্ব রাজনীতিবৃন্দ এই বীভৎস হত্যাকান্ডের হোতা ঘাতকদের প্রতি ঘৃণা ধিক্ষার জানিয়েছিলেন। পরিকল্পিত গ্রেনেড হামলা ছিল বিএনপি-জামায়াত জোট তথা খালেদা-নিজামীর নীল নকশা আর জঙ্গীবাদ উত্থানের ভয়ঙ্কর দৃষ্টান্ত। বিশ্ব জুড়ে তোলপাড় করা গ্রেনেড হামলার সেই ঘটনার ভয়াবহতা আমাদের হতবাক করে দিয়েছিল। প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক সমাবেশে এ ধরনের নারকীয় হত্যাযজ্ঞ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি খুঁজে পাওয়া বিরল। শ্রদ্ধাবনত চিত্তে আজ ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী পালন করছে শোকবিহ্বল জাতি।
২১ আগস্ট ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতদের স্মরণে কক্সবাজার পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নগর পিতা এসব কথা বলেন। রোববার বিকেলে শহরের পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম।
সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি, সহ-সভাপতি এথিন রাখাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, এড. রনজিত দাশ, আশেক উল্লাহ রফিক এমপি, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, জেলা আওয়ামী লীগ নেতা এড. তাপস রক্ষিত, ইউনুছ বাঙালি, কাজী মোস্তাক আহমদ শামীম, সাবেক ছাত্রনেতা ফরহাদ ইকবাল, পৌর আওয়ামী লীগ নেতা আসিফ উল মাওলা, ডাঃ পরিমল কান্তি দাশ, শাহনেওয়াজ চৌধুরী, শাহেদ আলী শাহেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান।
এসময় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার বদিউল আলম, ড. নুরুল আবছার,
মহেশখালীর পৌর মেয়র মকসুদ মিয়া, মিজানুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, পৌর আওয়ামী লীগ নেতা সেলিম নেওয়াজ, সাইফুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান, শুভ দত্ত বড়ুয়া, এবি ছিদ্দিক খোকন, এডভোকেট রিদুয়ান আলী, গিয়াস উদ্দিন, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ২নং ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সভাপতি আরমানুল আজিম, সাধারণ সম্পাদক আবু আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন কবির, ১০নং ওয়ার্ড সভাপতি নুর মোহাম্মদ, ১১নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন, ১২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোর্শেদুল হক চৌধুরী, পৌর আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম চৌধুরী, রুবেল, ফয়সাল হুদা, নুরুল ইসলাম বাদশা, আবদুস সাত্তার, সৈয়দ নুর, আনোয়ার, ইলিয়াস, আজিজ উদ্দীন, কাসেম আবেদিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এর আগে কক্সবাজার পৌর আওয়ামী লীগের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে আলাদাভাবে মিছিল সহকারে শত শত নেতাকর্মী আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
সভা শেষে নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি মেয়র মুজিবুর রহমান।