
পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় বিষপানে যুবকের আত্নহত্যার খবর পাওয়া গেছে।
আত্নহত্যার আগে পারিবারিক কলহের কথা বলে শ্বশুর বাড়ির লোকজনকে দায়ী করে ভিডিও বার্তায় দিয়ে যায় ওই যুবক।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টা দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মিয়াজি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আত্নহত্যায় নিহত যুবক মোহাম্মদ ফারুক (২১) একই এলাকার লোকমান হোসেন ছেলে।
আত্নহত্যার বিষয় নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন জানান,সকাল ১০ টার দিকে লোকমান হোসেনের ছেলে মোহাম্মদ ফারুক আত্নহত্যার জন্য বিষ পান করে।আত্নীয় স্বজনরা তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়। আত্নহত্যার আগে বিষের বোতল হাতে শ্বাশুড়িকে দোষারোপ করে আত্নহত্যার জন্য দায়ী বলে ভিডিও বার্তা দেন ফারুক।
স্থানীয়রা জানান, মোহাম্মদ ফারুকের সাথে বারবাকিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বারাইকাটা এলাকার হেলাল উদ্দিনের মেয়ে খাদিজা জন্নাত লিজা বিয়ে হয়। তাদের একটি দুই মাসের ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে সে শ্বাশুড় বাড়িতে বসবাস করে আসছে। শ্বাশুড়কে ফারুক জমি বন্ধক নিতে বেশ কিছু টাকা দেয়। শ্বাশুড়ির কাছে জমি বন্ধকের টাকা ফেরত চাইলে শ্বাশুড়ি টাকা দিতে অপারগতা জানালে ফারুক তার স্ত্রীকে মারধর করে। মারধরের বিষয়ে স্ত্রী বাদী হয়ে অভিযোগ করলে রাগ করে ফারুক মগনামায় তার বাবার বাড়িতে চলে আসে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মগনামা সাইক্লোন সেন্টারে উঠে বিষপান করে অসুস্থ হলে আত্মীয় স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল হাসাপাতালে নেয়ার পথে ফারুক মারা যায়।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন,খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ মগনামা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।