জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারে আগুন লেগে ৬টি দোকান ভস্মীভূত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগার র্ঘটনা ঘটেছে।
স্হানীয়দের সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আহুন নিয়ন্ত্রণে আনে।
চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আবু জাফর জানান, বদরখালী বাজারস্থ মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত স্হানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এতে সময় লাগে দেড়ঘন্টা।
তিনি ধারণা করেন,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়েছে।ফলে পুড়ে যাওয়া ৬ দোকানীর প্রায় কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্তব্য করা হচ্ছে।