চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ৯ঘন্টার পরে আরমানুল ইসলাম শান্ত (১৮) নামের যুবকের আত্মহত্যা।
সোমবার ( ১০ মার্চ) ভোর ৬টা ২০ মিনিটের সময় উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব নয়াপাড়া তমতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত-আরমানুল ইসলাম শান্ত (১৮) ওই এলাকার মৃত সেলিম উদ্দিন ছেলে।
চকরিয়া থানায় দায়েরকৃত অপমৃত্যু সংবাদ প্রদানের আবেদনকারী নিহতের বড়ভাই সাইফুল ইসলাম লিখেন-ভোর ৬টা ২০মিনিটের সময় আমার চাচাতো বোন রোজিনা আকতারের বাড়ীর দক্ষিণে খোলা জায়গাতে থাকা আকাশ মণি গাছে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো এক যুবকের লাশ ঝুলছে দেখে ভয়ে চিৎকার করলে,আমরা সহ প্রতিবেশীরা চমকে উঠে দৌঁড়ে যায়।পরে আমরা লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে ঝুলন্তবস্হায় লাশ উদ্ধার করেন।আমার ভাইয়ের মৃত্যুর বিষয়ে কারো প্রতি কোন অভিযোগ নেই বলে উল্লেখ করেছেন।
আত্মহত্যার তিনদিন আগে শান্ত তার ফেসবুকে স্ট্যাটাস দেন-আমি আমার মত চলবো,চলার স্বাধীনতা চাই,আমার বিষয়ে বিচার আসলে কেউ কিছুই বলতে পারে না।পরিবারকে বলছি বলে ইঙ্গিত করে।মৃত্যুর ১১ঘন্টা আগে লিখেন-আসলেই মারা গেলে ভাল হবে। হে আল্লাহ তাড়াতাড়ি আমাকে তুলে নাও,আর বাঁচতে চাই না।মৃত্যুর ৯ঘন্টা আগে লিখেন-আমি খারাপ না,এই দুনিয়ায় না থাকলে চলবে।পরে গাছে ঝুলছে শান্তের মৃতদেহ।
চকরিয়া থানার এসআই মোঃ সোহরাব সাকিব বলেন,আত্মহত্যাকারী শান্ত’র বড়ভাই সাইফুল ইসলাম কাউকে ভাইয়ের মৃত্যুর জন্য দায় না করে অপমৃত্যুর মামলা দায়ের করেন।পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।