শিরোনাম :
কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কক্সবাজারে নারীর প্রতি সংহিসতা নিরোধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বেতুয়ায় ১৪ বসতবাড়ী জ্বলে-পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২কোটি টাকা কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি : যুবক গ্রেপ্তার কক্সবাজার ট্যুরিজম অ্যাপস ভ্রমণিকা-র উদ্বোধন সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. আনিসুজ্জামান চৌধুরী চকরিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা বদরখালী বাজারে আগুন লেগে ৬ দোকান ভস্মীভূত পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে তান্ডব-লুটপাট

জেলা বিএনপির সমাবেশ : ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানের নেতৃত্বে পৌর সদর রামু ও ঈদগাঁও বিএনপির প্রস্তুতি

নিউজ রুম / ১৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
Oplus_16908288

বিডি ডেস্ক :

কক্সবাজার জেলা বিএনপির আগামি ১৭ ফেব্রুয়ারির সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছেন কক্সবাজার পৌর, সদর, রামু ও ঈদগাঁও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানের নেতৃত্বে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই সভায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান নিজে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেন, বহু বছর পর আমাদের নেতা সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে জেলা বিএনপির সমাবেশ হচ্ছে। এই সমাবেশ জেলা বিএনপির নেতা কর্মীদের আরও উজ্জীবিত করে তুলবে।
তিনি বলেন, এই সমাবেশ সফল করতে সম্ভব সব করতে হবে। তিনি প্রতিটি এলাকা বিএনপি নেতা কর্মী এবং সাধারণ মানুষকে এই সমাবেশে যোগদান করাতে নেতা কর্মীদের নির্দেশ দেন।
এই প্রস্তুতি সভায় বক্তাগণ বলেন, জেলা বিএনপির এই সমাবেশ আগামী দিনের নির্বাচনের আগাম প্রস্তুতি। বিএনপি আগামীতে কী করবে তা এই সমাবেশের মাধ্যমে ঠিক হয়ে যাবে। তাই এই সমাবেশ সফল করতে হবে।
সভায় শহরে গ্রামে ও প্রত্যন্ত অঞ্চলে জোর প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন রামু উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ সিকদার চেয়ারম্যান। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুল আলম, পিএমখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল্লাহ, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল হক, ঈদগাঁও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলম ও রামু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকতার কামাল আজাদ।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য জানে আলম, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোকতার আহমদ,  ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ, জেলা যুবদলের সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকুনোজ্জামান চৌধুরী, রামু স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজাহান মিয়া, জেলা যুবদল নেতা আজিজুর রহমান সিকদার, জালালবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক উমর ফারুখ লিটন, ছাত্রদল নেতা মোহাম্মদুল হক জনি, বিএনপি নেতা নুরুল আলম, বিএনপি নেতা আবুল হোছন মেম্বার প্রমুখ। সভা সঞ্চালনা করেন রামু স্বেচ্ছাসেবক দল নেতা মাষ্টার আবু বকর ছিদ্দিক।


আরো বিভিন্ন বিভাগের খবর