শিরোনাম :
পেকুয়ায় গুলি বর্ষণের ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা কোস্ট গার্ড ও র্যাবের অভিযান : শাহপরীর দ্বীপ উপকূল থেকে এক লাখ পিস ইয়াবা সহ ৫ ইয়াবা কারবারি আটক জাতিসংঘের সাধারণ পরিষদ রোহিঙ্গা সংকটের উপর প্রস্তাব গ্রহণ গভীর সাগরে ভাসতে থাকা ২২ মাঝিমাল্লা সহ ফিশিং বোট উদ্ধার পেকুয়ায় লবণমাঠ দখলে নিতে ফাঁকা গুলি ছুটলো র্দূবৃত্তরাঃআহত-১৬ চকরিয়া ডাকাতি মামলার তিন আসামীকে গ্রেফতার করেন পুলিশ গভীর সাগরে বিকল ১২ জেলে সহ ফিশিং ট্রলার উদ্ধার কক্সবাজারে বিশ্ব আবহাওয়া দিবস পালিত রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবি : নিখোঁজ হয়ে মৃত উদ্ধার বিজিবি সদস্য চকরিয়ায় অস্ত্র,মাদক ও টমটম চুরি মামলা মিলে ৪ আসামী গ্রেফতার

জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন

নিউজ রুম / ২০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :

চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়েছে আজ রোববার থেকে। সম্মেলনের প্রথম দিনেই বিনিয়োগ, সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাসহ বেশকিছু বিষয়ে আলোচনা হয়েছে।

জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনে সকল বিনিয়োগ, উন্নয়ন সংস্থা-সংশ্লিষ্ট ভূমি অধিগ্রহণের কার্যক্রম দ্রুততম সময়ে নিষ্পন্ন করার বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া গাইবান্ধা ও সিরাজগঞ্জে ইপিজেড নির্মাণ, জেলা ও উপজেলা পর্যায়ে বিনিয়োগ ও ব্যবসা সহায়তা কমিটি কার্যকর করা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে।

অর্থনৈতিক অঞ্চলসমূহের জমির বিধি-বহির্ভূত দখল প্রতিরোধ এবং বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত, এনজিওসমূহকে দ্রুততম সময়ে প্রত্যয়ন প্রদান, নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পসমূহের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্মাণকাজ সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়েছে।

প্রথমদিনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রমে সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে।

উল্লেখ্য, এবারের সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মোট কার্য-অধিবেশন হবে ৩০টি। এছাড়া বিশেষ অধিবেশন হবে চারটি। বিশেষ অধিবেশনগুলোর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সঙ্গে একটি মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গেও একটি সভা হবে। তবে, রেওয়াজ থাকলেও রাষ্ট্রপতির সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাতের কোনো পর্ব রাখা হয়নি এবার।


আরো বিভিন্ন বিভাগের খবর