শিরোনাম :
শিল্পায়নে উদ্বাস্ত হচ্ছে লবণ ও পান চাষী : হুমকিতে খাদ্য নিরাপত্তা মহেশখালী কলেজে অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রাক্তন ছাত্র ও অভিভাবকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত, মহেশখালীর কালারমারছড়ার জলদস্যু সরদার হাসান নুরী গ্রেফতার কক্সবাজারে ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল ইসলামী শ্রমনীতি ব্যতীত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়-আব্দুল্লাহ আল ফারুক ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে মানবতার বিজয় সুচিত- মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিরোধীয় জায়গায় স্হাপনা নির্মাণকে কেন্দ্র করে হামলাঃ আহত ৬ কৈয়ারবিল ইউপি সচিবের বিরুদ্ধে নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি অভিযোগ কক্সবাজার শিশু সুরক্ষা প্ল্যাটফর্ম এর সাধারণ সভা আজ সে ভয়াল ২৯ এপ্রিল:উপকূলবাসীর স্বজন হারানোর দিন

কক্সবাজার জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ রুম / ৩৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

রহমান তারেক :

কক্সবাজার জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অতিথি ও জেলার বিভিন্ন উপজেলার রেফারিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, অধ্যাপক জসিম উদ্দীন, অ্যাডভোকেট জসিম উদ্দীন এবং চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাবেক ফিফা রেফারি আব্দুল হান্নান মিরন।

অনুষ্ঠানে অতিথিরা ক্রীড়াক্ষেত্রে রেফারিদের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং ক্রীড়ার অগ্রগতির জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদ বলেন, “রেফারিদের সুশৃঙ্খলতা ক্রীড়া জগতে অনন্য পরিবর্তন আনতে পারে। আমরা রেফারিদের যেকোনো উদ্যোগে পাশে থাকতে চাই।”

জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু পবিত্র ঈদকে সামনে রেখে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

আইনশৃঙ্খলার রক্ষায় অবদান উল্লেখ করে শাকিল আহমেদ বলেন, ‘‘কক্সবাজার পৌরসভায় ছিনতাইয়ের উপদ্রব তুলনামূলক বেশি। এটি নির্মূলে পুলিশের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং আশা করছি, সবাই আমাদের সহযোগিতা করবেন।’’

জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দিন স্বাগত বক্তব্যে বলেন, “রেফারিদের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং গ্রুপিং পরিহার করে ক্রীড়াকে এগিয়ে নেওয়া সবার দায়িত্ব।”

সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় রেফারিদের অবদানে ক্রীড়াকে আরও এগিয়ে নিতে চাই।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফরগহান উল্লাহ।


আরো বিভিন্ন বিভাগের খবর