
বিডি প্রতিবেদক :
ফিলিস্তিনে গণহত্যা ইসরাইলি সেনা কর্তৃক গজায় ধ্বংসযজ্ঞের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল চলাকালে বিভিন্ন রেস্তোরায় হামলাও ভাঙচুরের ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। এ ঘটনায় ৩ শতাধিক অজ্ঞাতনামা আসামের বিরুদ্ধে মামলা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মদ ইলিয়াস খান জানিয়েছেন, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে সোমবার বিভিন্ন রেস্তোরায় হামলার ঘটনায়। মোঃ হাসিম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোহাম্মদ হাশিম, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালি ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের বানিয়াপাড়া গ্রামের আব্দুল হকের পুত্র । তিনি কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট এলাকার গ্র্যান্ড মেজবানি হোটেলের কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।
ওসি ইলিয়াস জানান, রেস্তোরায় হামলার ঘটনার সময়কার ছবি ও ফুটেজ থেকে সনাক্ত করার পর হাসিমকে আটক করা হয়।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, রেস্তোরায় হামলার ঘটনায় কক্সবাজার শহরের কলাতলী সুগন্ধা পয়েন্ট এলাকার পানসি রেস্তোরায় মালিক নুরুল আলম চৌধুরী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ৩ শ আসামির বিরুদ্ধে মঙ্গলবার মামলা দায়ের করেন।
কক্সবাজার সদর মডেল থানা মামলা নম্বর ১৩/১৯০।
জেলা পুলিশের এ মুখপাত্র বলেন, বর্তমানে কক্সবাজার শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অন্যান্য আসামিদের সনাক্ত করে গ্রেফতারের জন্য কাজ করছে পুলিশ।
উল্লেখ্য : সোমবার ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে কক্সবাজারের সর্বস্তরের জনতার বিক্ষোভ মিছিল চলাকালে কিছু উশৃংখল জনতা কক্সবাজার শহরের কলাতলী এলাকায় ইসরাইলি পণ্য রয়েছে মর্মে অভিযোগ তুলে রেস্তোরায় ভাঙচুর চালায়।