বিডি প্রতিবেদক রামু :
কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় মাটি ধ্বসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক সিরাজুল হক প্রকাশ গুরাইয়া (২৮) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চাইল্যাতলী এলাকার মো. কালুর ছেলে।
আজ বুধবার (১৮ জুন) সকালে দক্ষিণ মিঠাছড়ি জনুমাতবর পাড়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- পাহাড় কাটার সময় মাটি ধ্বসে পড়লে মাটি কাটায় জড়িত আবদুল হক মাটি চাপা পড়েন। সকাল ৯ টার দিকে মাটি সরিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন- ওই এলাকার বন বিভাগের হেডম্যান ছৈয়দ নুরের ছেলে নজরুল ইসলাম নিজস্ব ডাম্পার দিয়ে সম্প্রতি পাহাড় কেটে মাটি পাচার করে আসছিলেন। বুধবার ভোরে মাটি কাটার সময় নজরুলের নিয়োগকৃত শ্রমিক আবদুল হক প্রাণ হারিয়েছেন।