কক্সবাজারে সেমিনার তৃনমুল পর্যায়ের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিক গুলোকে আধুনিকায়ন করা হচ্ছে

নিউজ রুম / ৪৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

আবরার চৌধুরী :
দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা নিশ্চিতে বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিক গুলোকে আরো আধুনিকায়ন এবং সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে।
এ ক্ষেত্রে ক্লিনিক গুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং জনবল বাড়ানোর পদক্ষেপ নেয়া হবে।

কক্সবাজারে আজ শুক্রবার সকালে প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণ বিষয়ে এক সেমিনারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের প্রধান মোহাম্মদ আক্তারুজ্জামান উপরোক্ত কথা বলেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো সালাহউদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা জানান তৃনমূল পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিক গুলো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। নানা সীমাবদ্ধতা সত্বেও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীরা জনগনকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে।

অবকাঠামো গত উন্নয়নের পাশাপাশি সারাদেশের কমিউনিটি ক্লিনিক গুলোকে আরো আধুনিকায়নে বাজেট বাড়ানো হবে বলে আশ্বাস দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

সেমিনারে কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা মাহমুদুল হক অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজিব কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান সহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ জেলা পর্যায়ের কর্মকর্তা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা চিকিৎসক মিডিয়া কর্মী ও স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর