জেলা ফুটবল খেলোয়াড় সমিতির কাউন্সিল ও কমিটি গঠিত

নিউজ রুম / ৪৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:

কক্সবাজার জেলা ফুটবল খেলোয়াড় সমিতি জরুরী সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্টিত হয়েছে। এতে নব গঠিত জেলা খেলোয়াড় সমিতির সভাপতি নির্বাচীত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মহেশখালীর কৃতি সন্তান তৌহিদুল আলম সবুজ ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে ঢাকা মোহামেডান ক্লাবের সাবেক ফরোয়ার্ড জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক ইসমাঈল জাহেদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাবেক কৃতি ফুটবলার আয়াছুর রহমান বাদশা। পরে প্রত্যেক উপজেলা থেকে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের নিয়ে একটি পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়। এছাড়া ১৫ সদস্য বিশিষ্ট উপদেস্টা পরিষদও গঠিত হয়।
২ আগষ্ট বিকাল সাড়ে ৩ টায় কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্টিত জেলা ফুটবল খেলোয়াড় সমিতির সাধারণ সভা সদ্য বিদায়ী কমিটির সভাপতি ইকবাল মো: শামসুল হুদা টাইডেল এবং সাধারণ সম্পাদক মাসুদ আলমের সঞ্চালনায় অনুষ্টিত হয়। এতে বক্তারা কক্সবাজারের ফুটবল খেলোয়াড়দের মানোন্নয়নে এবং ফুটবলার পেশাদার লীগে অংশ গ্রহন ছাড়াও ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নতীতে ফুটবলকে প্রাধান্য দেওয়ার বিষয়ে গুরুত্বরুপ করেন। এতে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু,জেলা ক্রীড়া সংস্থার বর্তমান এডহক কমিটির সদস্য সরওয়ার রোমন,ওমর ফারুক শিবলী, সাবেক কৃতি ফুটবলার জমির উদ্দিন, জিটু বড়–য়া,হাসান শহীদ,হুমায়ন কবির,আতিকুর রহমান,শামসুল আলম ছৈয়দ করিম,ধীমান বড়–য়া,শিপন বড়–য়া,জাহাঙ্গীর আলম,রিয়াজ উদ্দিন,নুর মোহাম্মদ,নেজাম উদ্দিন,সনজিত বড়–যা প্রমুখ।
পরে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় তৌহিদুল আলম সবুজকে সভাপতি ও ঢাকা মোহামেডান ক্লাবের সাবেক ফরোয়ার্ড ও জেলা ফুটবল দলের অধিনায়ক ইসমাঈল জাহেদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি মো: জমির উদ্দিন (চকরিয়া)শামসুল আলম (মহেশখালী) ধীমান বড়–য়া (রামু) সরওয়ার কামাল (ঈদগাহ) মাস্টার নুর মোহাম্মদ (কুতুবদিয়া) সানা উল্লাহ (উখিয়া) জাহাঙ্গীর আলম (টেকনাফ)
সহ সাধারণ সম্পাদক সোহেল রানা (কুতুবদিয়া) নজরুল ইসলাম বাবু ( চকরিয়া) মতিউর মুন্না (মহেশখালী) মো: ছৈয়দ আলম (উখিয়া) শেখ আহামদ টেকনাফ) শিমুল বড়–য়া (রামু) আরিফ উল্লাহ (সদর) সাংগঠনিক সম্পাদক সাবেক কৃতি ফুটবলার আয়াছুর রহমান বাদশা। সহ সাংগঠনিক সম্পাদক সনজিত বড়–য়া,নেজাম উদ্দিন,আবদুল্লাহ আলম মামুন শামীম। এছাড়া জেলা খেলোয়াড় সমিতির সাবেক সভাপতি ইকবাল মো: শামসুল হুদা টাইডেলকে প্রধান উপদেস্টা করে ১৫ সদস্য বিশিষ্ট উপদেস্টা পরিষদ গঠিত হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর