কক্সবাজার সফরে আসা এনসিপির শীর্ষ নেতারা ইনানীস্থ সী পার্ল হোটেল ছেড়ে শহরের একটি হোটেলে

নিউজ রুম / ৪০ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার সফরে আসা এনসিপির শীর্ষ নেতারা ইনানীস্থ সী পার্ল হোটেল ছেড়ে শহরের একটি হোটেলে অবস্থান করছেন।
বুধবার দুপুর পৌণে ১ টায় এনসিপি নেতাদের দলটি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীস্থ সী পার্ল হোটেল ত্যাগ করেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।
পাঁচ সদস্যের এনসিপির শীর্ষ নেতারা দুপুর ২ টার দিকে কক্সবাজার শহরের কলাতলীতে পৌঁছান। পরে সেখানে শালিক রেঁস্তোরা নামের একটি প্রতিষ্ঠানে খাবার খান। এসময় সেখানে এনসিপির কক্সবাজারের স্থানীয় কয়েকজন নেতা উপস্থিতি ছিলেন।
খাবার শেষে বিকাল ৩ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন অভিজাত হোটেল প্রাসাদ প্যারাডাইজ উঠেন।
এসময় সেখানে এনসিপির স্থানীয় নেতারা গণমাধ্যম কর্মিদের সাথে অনানুষ্ঠানিক আলাপ করেন। তারা জানিয়েছেন, আপাতত তাদের কেন্দ্রিয় নেতারা কিছুই পরিস্কার করেননি। কেন্দ্রিয় নেতারা আজ কক্সবাজার অবস্থান করবেন নাকি ছাড়বেন এ ব্যাপারে কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এদিকে এনসিপির কেন্দ্রিয় নেতারা কক্সবাজার অবস্থান করার খবরে গণমাধ্যম কর্মিরা হোটেল প্রাসাদ প্যারাডাইজে জড়ো হন। এসময় এনসিপির নেতাদের হোটেলে অবস্থানের ছবি ধারণে বাধা দেন। পাশাপাশি এনসিপি নেতাদের শহরে অবস্থান করার খবরে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে অবস্থান নিয়েছেন।
অন্যদিকে কক্সবাজার বিমানবন্দর সহ সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ করে জানা গেছে, সন্ধ্যা ৭ টা পর্যন্ত আকাশ পথে ঢাকা যেতে কোন বিমান পরিবহন সংস্থার টিকেট সংগ্রহ করেননি। তাই এনসিপির শীর্ষ নেতাদের দলটি সড়কপথে নাকি বিমান যোগে ঢাকা ফিরবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।


আরো বিভিন্ন বিভাগের খবর