বিডি প্রতিবেদক :
পৃথিবীর দীর্ঘতম সৈকত দ্বিখন্ডীত করে কক্সবাজারের ইনানীতে নির্মিত জেটি কেন অপসারনের নির্দেশনা দেওয়া হবেনা মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। এতে প্রতিরক্ষা সচিব ও জেলা প্রশাসক ককসবাজার সহ ৫ জনের বিরুদ্ধে এ রুলনিশি জারী করেছেন মহামান্য হাইকোর্টের একটি দ্বৈত ব্যাঞ্চ।বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো.সোহরাওয়ার্দীর ডিভিশন ব্যাঞ্চ। আজ সকালে উক্ত রুলনিশি জারী করে চার সপ্তার মধ্যে জবাব দিতে বলেছেন আদালত।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত দেশের প্রত্যেকটা মানুষের অহংকার ও গর্ব এই বিরল প্রাকৃতিক ঐতিহ্য দ্বিখনন্ডীত করে বাঁধ বা জেটি নির্মানের বিরুদ্ধে ককসবাজারের সাধারণ মানুষের সাথে কক্সবাজার নাগরিক ফোরাম, আমরা ককসবাজারবাসী সংগঠন, বাপা,ও অন্যান্য সংগঠন ছাড়াও মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সমাজ প্রতিবাদ সমাবেশ করেছে।
আদালতের এ যুগান্তকারী আদেশ পেয়ে ককসবাজার নাগরিক ফোরামের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে ককসবাজারের পরিবেশ প্রতিবেশ এবং পর্যটনর সমৃদ্ধি রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ মুখর থাকার প্রত্যয় জানান ও রায়ে সন্তুষ্ট প্রকাশ করেন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ।
উল্লেখ্য জনস্বার্থে রীট মামলাটি ককসবাজার নাগরিক ফোরামের পক্ষে দায়ের করেছেন আনম হেলাল উদ্দিন।